22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / কুড়িগ্রামে ৬ মাসের অন্তসত্ত্বা দীপ্তি রানী নিরাপত্তাহীনতায় ভুগছে

কুড়িগ্রামে ৬ মাসের অন্তসত্ত্বা দীপ্তি রানী নিরাপত্তাহীনতায় ভুগছে

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বালাকান্দি গ্রামে দীপ্তি রানী মহন- (১৬)’র ৬ মাসের অন্ত:সত্ত্বা হয়ে বিচারের দাবি করায় তার গোটা পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।
জানা গেছে, একই গ্রামের মানিক চন্দ্র (২২)’র সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং দৈহিক মিলনের ফলে বর্তমান সে ৬ মাসের অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। এ ব্যাপারে দীপ্তি রানীর পরিবার থেকে বিয়ের চাপ দেয়ায় দীপ্তির আগত সন্তানের ডিএনএ-টেষ্টের অজুহাতে প্রেমের সম্পর্ক ও দীপ্তি গর্ভের সন্তানের বিষয়টি অস্বীকার করে মানিক চন্দ্র। এ বিষয়ে দীপ্তির মা মেনেকা রানী বাদী হয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ৪৭/১২। মামলার পরে মানিক পলাতক রয়েছে। যোগাযোগ করা হলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ জানান, মামলাটি তদন্তধীন আছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …