পিরোজপুর প্রতিনিধিঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর ০৭ এপ্রিল বিশ্ব স্বাস’্য দিবস ২০১২ পালন করে। এ উপলক্ষে র্যালি এবং জেলা স্বাস’্য বিভাগের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৮.০০টায় সনাক কার্যালয় থেকে র্যালি শুরু হয় এবং পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ের চত্বরে জেলা স্বাস্থ্য বিভাগের সমন্বিত র্যালির সাথে মিলিত হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ইয়েস সদস্যগণ অংশগ্রহণ করে। উপসি’ত ছিলেন সনাক পিরোজপুরের সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক আবুল বাশার আকন এবং টিআইবি পিরোজপুরের কর্মীবৃন্দ। র্যালি শেষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে নার্সিং ইন্সটিটিউট এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সনাক পিরোজপুর যৌথভাবে অংশগ্রহণ করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ ইদ্রিস মিয়া । এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় প্রবীণদের যত্ন নিনঃ স্বাস্থ্য রক্ষায় এগিয়ে আসুন’ – এর উপর বক্তব্য রাখেন ডাঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক, প্রবীণ হিতৈষী, পিরোজপুর এবং সচেতন নাগরিক কমিটির সভাপতি হোসনে আরা বেগম। এছাড়া বক্তব্য রাখেন ব্র্যাক পিরোজপুরের জেলা ম্যানেজার এবং মুসলিম এইড এর ইনচার্জ। সনাক সভাপতি বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে পারলে স্বাস্থ্য সেবার মান বর্তমানের তুলনায় আরও উন্নত করা সম্ভব। এবারের স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয়টির সঠিক মূল্যায়ণ তখনই সম্ভব যখন ডাক্তার, নার্স ও স্বাস্থ্য প্রশাসন স্বচ্ছতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে। পাশাপাশি জনগণকে সচেতন করে তোলার জন্য স্বাস্থ্য শিক্ষা বিভাগকে কার্যকর ভূমিকা রাখতে হবে। সভাপতির বক্তব্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা বলেন, প্রবীণদের যত্ন নেয়ার ক্ষেত্রে আমাদের সকলকে আন-রিক হতে হবে। কেননা আজকের প্রবীণরা একসময় আমাদের বয়সি ছিল। আজকের প্রবীণরা আমাদের মুক্তিযোদ্ধে অংশ নিয়ে এদেশকে স্বাধীন করেছে। স্বাস্থ্য রক্ষায় আমাদের দরকার জনসচেতনতা বৃদ্ধি করা।দিবসটি উপলক্ষে সনাক পিরোজপুরের ইয়েস গ্রুপ বিশ্ব স্বাস্থ্য দিবস সংক্রান- হ্যান্ডবিল ও হেড ক্যাপ বিতরণের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রদান করেন।
আরও পড়ুন...
নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত
নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …