পিরোজপুর প্রতিনিধিঃ বরিশাল মৎস্য বিভাগীয় উপ-পরিচালক ড. এ,কে,এম আমিনুল হক বলেছেন সরকার হত দরিদ্র জেলেদের জন্য সম্ভাব্য সবকিছু করে যাচ্ছে। জাটকা নিধন যাতে না হয় সে জন্য চাল দিচ্ছে। প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তারপরও কেন জাটকা নিধন করে দেশের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করবেন? নদী- খালে মাছ না থাকলে আপনারা কী আহরন করবেন? আর দেশের মানুষও তাদের প্রিয় খাদ্য মাছ থেকে বঞ্চিত হবেন। কাজেই মৎস্য আইন মেনে চলুন। নিজেরা স্বাবলম্বী হোন এবং দেশকে স্বাবলম্বী করুন।মৎস্য অধিদপ্তর আয়োজিত গনকপাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ এপ্রিল পিরোজপুর সদর ও নাজিরপুর উপজেলার ৪০ জন মৎস্য চিংড়ি চাষীকে গুড একুয়াকালচার প্রাকটিস এ্যান্ড সেফটি ফুট ইস্যুজ ম্যানেজমেন্ট বিষয়ে রাজস্ব খাতের অর্থায়নে প্রশিক্ষণে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে যেয়ে উপরোক্ত কথা বলেন। এ সময় আরও উপসি’ত ছিলেন জেলা মৎস্য অফিসার মোঃ অলিয়ুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ ইকবাল হোসেন, নাজিরপুর উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার তপন কুমার বেপারী, পিরোজপুর সদরের সহকারী মৎস্য অফিসার মোঃ মোজাম্মেল হক। প্রশিক্ষণ শেষে উপ-পরিচালক শিকদারমল্লিক ইউনিয়ন পরিষদে হত দরিদ্র জেলেদের বিশেষ ভি,জি,এফ কর্মসূচীর চাল বিতরন পর্যবেক্ষণ এবং জেলেদের সাথে মতবিনিময় করেন।এছাড়াও তিনি রানীপুর সরকারী মৎস্য খামার এবং কাউখালী উপজেলায় খাচায় মৎস্যচাষ পরিদর্শন করেন।
Home / সারাদেশ / বরিশাল / জাটকা নিধন করলে রেহাই পাবেননাঃ মৎস্য চাষীদের সেফটি ফুট ইস্যুজ ম্যানেজমেন্ট প্রশিক্ষণে মৎস্য বিভাগীয় উপ-পরিচালক
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …