হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বজরুক সীঁমানে- ভারতীয় নাগরিকদের গম ক্ষেত খাওয়ার কারণে বাংলাদেশী গরু আটকের ৬ ঘন্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। ২ বিজিবি কারিগাঁও ক্যাম্পের কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম জানান, গত বুধবার উপজেলার বুজরুক সীঁমানে- খয়েরডাঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের দুইটি গরু ভারতীয় কৃষকের গম খাওয়ার কারণে তারা গরুআটক করে বিএসএফ ক্যাম্পে জমা দেয়। এ নিয়ে বিজিবি-বিএসএফ চিঠি বিনিময়ের পর ঐ দিন বিকাল ৫ টায় বুজরুক সীঁমানে- ৩৫৯ নং মেইন পিলারের ১এস এর নিকট পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিজিবি’র পক্ষে ২ বিজিবি কারিগাঁও কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম ও ভারতীয় বিএসএফ এর পক্ষে ১৩৪ ব্যাটালিয়নের খুড়কা বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টার আর কে পান্ডে।
আরও পড়ুন...
নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত
নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …