26 Boishakh 1432 বঙ্গাব্দ শুক্রবার ৯ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / হরিপুর সীঁমান্তে- বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

হরিপুর সীঁমান্তে- বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বজরুক সীঁমানে- ভারতীয় নাগরিকদের গম ক্ষেত খাওয়ার কারণে বাংলাদেশী গরু আটকের ৬ ঘন্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। ২ বিজিবি কারিগাঁও ক্যাম্পের কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম জানান, গত বুধবার উপজেলার বুজরুক সীঁমানে- খয়েরডাঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের দুইটি গরু ভারতীয় কৃষকের গম খাওয়ার কারণে তারা গরুআটক করে বিএসএফ ক্যাম্পে জমা দেয়। এ নিয়ে বিজিবি-বিএসএফ চিঠি বিনিময়ের পর ঐ দিন বিকাল ৫ টায় বুজরুক সীঁমানে- ৩৫৯ নং মেইন পিলারের ১এস এর নিকট পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিজিবি’র পক্ষে ২ বিজিবি কারিগাঁও কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম ও ভারতীয় বিএসএফ এর পক্ষে ১৩৪ ব্যাটালিয়নের খুড়কা বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টার আর কে পান্ডে।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …