21 Bhadro 1432 বঙ্গাব্দ শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / হরিপুর সীঁমান্তে- বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

হরিপুর সীঁমান্তে- বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বজরুক সীঁমানে- ভারতীয় নাগরিকদের গম ক্ষেত খাওয়ার কারণে বাংলাদেশী গরু আটকের ৬ ঘন্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। ২ বিজিবি কারিগাঁও ক্যাম্পের কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম জানান, গত বুধবার উপজেলার বুজরুক সীঁমানে- খয়েরডাঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের দুইটি গরু ভারতীয় কৃষকের গম খাওয়ার কারণে তারা গরুআটক করে বিএসএফ ক্যাম্পে জমা দেয়। এ নিয়ে বিজিবি-বিএসএফ চিঠি বিনিময়ের পর ঐ দিন বিকাল ৫ টায় বুজরুক সীঁমানে- ৩৫৯ নং মেইন পিলারের ১এস এর নিকট পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিজিবি’র পক্ষে ২ বিজিবি কারিগাঁও কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম ও ভারতীয় বিএসএফ এর পক্ষে ১৩৪ ব্যাটালিয়নের খুড়কা বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টার আর কে পান্ডে।

আরও পড়ুন...

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৭দিন ব্যাপী বৃক্ষ …