15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি!! সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান

নওগাঁর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি!! সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান

এন বি এন ডেক্স: নওগাঁ জেলা পুলিশের ব্যাপক তৎপরতা, সন্ত্রাসী গ্রেফতার অব্যাহতভাবে সাঁড়াশি অভিযান পরিচালনা, অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধারে জোরালো পদক্ষেপ, মোটরসাইকেল চুরি রোধে বিশেষ টিম গঠন এবং জেলায় ঘটে যাওয়া কয়েকটি ক্লুলেস হত্যাকান্ডের প্রকৃত তথ্য উদঘাটনের মাধ্যমে অল্প সময়ে মামলা গুলো ডিটেক্ট করায় বিগত যে কোন সময়ের চেয়ে নওগাঁ জেলার আইন শৃংখলা পরিসি’তির উন্নতি হয়েছে। বিশেষ করে গত ৬ মাসে জেলার ১১ থানার দায়েরকৃত মামলা তদন- এবং গুরুত্বপূর্ন মামলা ডিটেকশন পুলিশের সাফল্য ছিল চোখে পড়ার মতো। গত ৬ মাসে ব্যাপক পুলিশী তৎপরতার কারণে একদিকে যেমন আইন শৃঙ্খলা খাতে মামলার সংখ্যা কমেছে। অন্যদিকে ওয়ারেনট তামিল এবং উদ্ধারজনিত খাতে বিশেষ করে মাদকদ্রব্য উদ্ধার এবং মোবাইল কোর্টে সাজার হার বৃদ্ধি পেয়েছে। এতে নওগাঁর ১১ উপজেলার জনসাধারনের মধ্যে স্বসি- ফিরে এসেছে। নওগাঁর পুলিশ সুপার অফিস সুত্রে জানা গেছে, গত ৬ মাসে ধামইরহাট থানা এলাকায় একটি মাত্র ডাকাতির ঘটনা ঘটেছে।
ধামইরহাট থানা পুলিশ ইতিমধ্যেই সেই ডাকাতি মামলা ডিটেক্ট করেছে। এ সমেয়র মধ্যে দস্যুতার ঘটনা ঘটেছে ৫টি। যার মধ্যে ইতিমধ্যে ৩টি ঘটনা ডিটেক্ট হয়েছে এবং লুন্ঠিত মোটর সাইকেল এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। চুরি, সিঁধেল চুরির ঘটনাও পূর্বের চাইতে অনেকটা হ্রাস পেয়েছে। ইতিমধ্যে নিস্পত্তি হয়েছে ৬ হাজার ৮৬২টি ওয়ারেন্ট। অপরদিকে গত ৬ মাসে মাদকদ্রব্য সংক্রান- ৫৫৯টি উদ্ধার জনিত মামলা দায়ের হয়েছে। এছাড়া নিয়মিত মামলার পাশাপাশি ৫২৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে সহস্রাধিক ব্যক্তিকে শাসি- প্রদান করা হয়েছে। পুলিশের অব্যাহত মাদক বিরোধী অভিযানের ফলে জেলার ১১ উপজেলা এলাকায় মাদকের বিস্তার অনেক কমে এসেছে। মাদকের পাশাপাশি জুয়া সংক্রান- বিষয়ে ব্যাপক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখায় জুয়ার মাত্রা বর্তমানে অনেকটা কমে এসেছে। পুলিশ এ সময়ে ২টি অস্ত্র উদ্ধার করেছে। গত ৬ মাসে পুলিশের উল্লেখযোগ্য বিশেষ সাফল্যের মধ্যে রয়েছে কয়েকটি ক্লুলেস হত্যাকন্ডে অল্প সময়ের মধ্যে ডিটেক্ট করা। যার মধ্যে উল্লেখযোগ্য হলো: নওগাঁ জেলা কারাগারের সামনে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা হত্যাকান্ড, মান্দার ডাবল মার্ডার, মান্দায় রাস-ায় ফেলে যাওয়া লাশ, মান্দায় গলাকাটা লাশ, পত্নীতলায় গরু চুরির সাজানো ঘটনায় পরকীয়া সংক্রানে-র হত্যাকান্ড, মালামাল উদ্ধার এবং মহাদেবপুরে লুন্ঠিত মোটরসাইকেল উদ্ধার ইত্যাদি। উল্লিখিত প্রতিটি ঘটনা প্রাথমিকভাবে ক্লুলেস মনে হলে ও পুলিশ দ্রুততার সাথে ঘটনাগুলো ডিটেক্ট করে এবং আসামিদের আইনের আওতায় নিয়ে এসেছে। এছাড়াও আতংকের জনপদ বলে খ্যাত আত্রাই থানা এলাকায় কাফনের কাপড় এবং বেনামী চিঠি দিয়ে জনসাধাণের মধ্যে একটি মহল আতংক সৃষ্টির চেষ্টা করে। ওই সময়ে বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে গ্রহণ করে রহস্য উদঘাটনে খুবই গুরুত্ব সহকারে গ্রহণ করে রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নেমে পুলিশ এবং অল্প সময়ের মধ্যে কাফনের কাপড় এবং বেনামী চিঠি প্রদানকারী জড়িত ব্যক্তিদের গ্রেফতার করার ফলে এক সময়ের রক্তাক্ত জনপদ বলে খ্যাত রানীনগর-আত্রাই উপজেলা এলাকায় শানি- ফিরে এসেছে। এছাড়া নওগাঁ সদর মডেল থানায় একটি বিশেষ টিম গঠন করা হয়।
এই টিম মোটর সাইকেল চুরির একটি চক্রকে শনাক্ত করে তাদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করে তাদের দেয়া তথ্য মোতাবেক ৩টি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে। একই সময় পুলিশ উদ্ধার করে ১৭ টি চোরাই অটোরিকশা। জনসাধারনের অবাধে যাতায়াত করার সুবিধার্থে রাত্রিকালিন সময়ে রুটিন প্রেট্রোল ডিউটির পাশাপাশি মহাসড়কের ৪টি স’ানে এস্কট ডিউটির ব্যবস’্য করার কারণে মানুষ অবাধে রাতের বেলায় যাতায়াত করতে পারছে। এছাড়াও বেশি ঝুঁকিপূর্ণ স’ানে গাড়িগুলোকে কনভয় আকারে চলাচল নিশ্চিত করা এবং প্রয়োজনীয় স্থানে পুলিশ এস্কর্ট ব্যবস্থা চালু করায় মহাসড়কের অপরধের সংখ্যা এখন শূন্যের কোটায় নেমে এসেছে। বিগত সময়ের চেয়ে বর্তমানে নওগাঁ জেলার আইন শৃংখলা পরিসি’তির উন্নতি প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান সাংবাদিকদের জানান, পুলিশের রুটিন কর্মকান্ডের পাশাপাশি প্রো-অ্যাকটিভ পুলিশিং কর্মকান্ড পরিচালনা করায় জেলায় অপরাধ এবং অপরাধ ভিতি অনেকটা হ্রাস পেয়েছে। অপরদিকে পুলিশী কর্মকান্ডে কমিউনিটির সস্পৃক্ততা নিশ্চিত করার লক্ষে কমিউনিটি পুলিশিং ব্যবস’া জোরদার করার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। ইতিমধ্যে অনেক থানায় কমিউনিটি পুলিশের থানা কমিটি পুর্ণগঠন করা হয়েছে এবং কর্মকান্ড বেগবান করা হয়েছে। তিনি বলেন, আমরা আন-রিক ভাবেই আইন শৃংখলা পরিসি’তি উন্নতির জন্য কাজ করছি। সর্বস-রের জন সাধারন সন্ত্রাস দমনে এবং মাদকের ভয়াবহতা প্রতিরোধে পুলিশকে সার্বিক ভাবে সহযোগিতা করলে ভবিষ্যতে আইন শৃংখলা পরিসি’তির আরও উন্নতি করা সম্ভব হবে।

আরও পড়ুন...

নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …