22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / ভোলাহাটে জমিজমা সংক্রান্ত্রের জের ধরে ১জনের মৃত্যু, ঘটনার মূল নায়ক গ্রেফতার,থানায় ১৬ জনের বিরুদ্ধে মামলা

ভোলাহাটে জমিজমা সংক্রান্ত্রের জের ধরে ১জনের মৃত্যু, ঘটনার মূল নায়ক গ্রেফতার,থানায় ১৬ জনের বিরুদ্ধে মামলা

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাট উপজেলার আলীসাহাসপুর গ্রামের মৃত গোড়া দালালের ছেলে একরাম আলী (৭০) কে অবশেষে বাড়ী থেকে বের হবার চলাচলের সামান্য রাস্তার কলোহের জের ধরে ঝগড়া-ফ্যাসাদের এক পর্যায় লাস হতে হল। গত সোমবার সকাল প্রায় সারে ৭টার দিকে ঘটনাটি ঘটে।
সরজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার আলীসাহাসপুর গ্রামের ভিকটিম একরামের বাড়ী সংলগ্ন পাড়া-প্রতিবেশী আফসার সহ অন্যান্যদের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান- ঝগড়ার জের চলে আসছিল। এরই মধ্যে গত সোমবার সকাল প্রায় সারে ৭টার দিকে একরাম বাজার থেকে চা-নাস্তা করে বাড়ীতে এসে পাশের বাড়ীর আফসারের ছেলে-মেয়েদের সাথে বাঁধে তুমুল ঝগড়া। ঝগড়ার এক পর্যায় আফসারের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে জাহান (২৮) একরামের পাঞ্জাবী ধরে টানাহেচরা করে এক সময় জাহানের হাতে থাকা কাতা একরামের গলায় চালিয়ে দেয় বলে মৃত একরামের বড় মেয়ে লুৎফা কান্না জড়িত কন্ঠে এ প্রতিবেদক কে জানায়। মূমুর্ষ অবস্থায় একরামকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার একরামকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পরপরই থানা-পুলিশ ঘটনাস’ল পরিদর্শণ সহ ঘটনার মূল নায়ক জাহাঙ্গীর আলম ওরফে জাহানকে স্থানীয় জনগণ পুলিশের কাছে সোপর্দ করে। আসামী জাহান পুলিশের কাছে পাকড়াও হয়ে অভিনয়ের ভাব শুরু করলে পুলিশ জাহানকে হাসপাতালে নিয়ে এলে সেখানেও অজ্ঞানের ভান করে। এ সময় হাসপাতালে মানুষের ঢল নামে এক নজর মৃত একরামকে দেখার জন্য। এ নিয়ে আলীসাহাসপুর গ্রামের মানুষ আতংকে বসবাস করছে, কে বা কাকে আসামী বনতে হয়।
এ ব্যাপারে মৃত একরামের ছোট ছেলে মতিউর রহমান বাদী হয়ে ভোলাহাট থানায় ১৬ জনের বিরুদ্ধে মামলা করে। মামলা নং-১১/২৬.০৩.২০১২ ইং/ধারা-৩০২/৩৪। আসামীদের মধ্যে (১) জাহাঙ্গীর আলম ওরফে জাহান, (২) রইসুদ্দিন,ভয় পিতা-আফসার আলী, (৩) আফসার আলী,পিতা-বাবর আলী, (৪) রাবেয়া, জং-আফসার, (৫) সাবিনা, পিতা-ঐ, (৬) রোজিনা, পিতা-ঐ (৭) জরিনা, জং- জাহাঙ্গীর আলম ওরফে জাহান (৮) এরফান আলী, পিতা-আঃ শুকুর (৯) আরশেদ আলী, পিতা-ঐ (১০) বেলু, পিতা-ঐ (১১) বেলাল, পিতা-রোম (১২) ইদু মিয়া, পিতা-আলীমোহাম্মদ (১৩) জুল্লু মিয়া, পিতা-ঐ (১৪) দুলাল, পিতা- জুল্লু মিয়া (১৫) জমিন আলী,পিতা-অজ্ঞাত

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …