22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / পোল্লাডাংগা যুবগোষ্ঠির মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

পোল্লাডাংগা যুবগোষ্ঠির মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ পোল্লাডাংগা যুবগোষ্ঠির ব্যবস্থাপনা ও পরিচালনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন ২০১২ যথাযোগ্য মর্যাদা ও আড়ম্বরপূর্ণভাবে গতকাল মঙ্গলবার পালিত হয়। এ উপলক্ষে সারাদিন ক্রীড়া প্রতিযোগিতা ও সন্ধ্যায় এক মনোঙ্গ সাংষকৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান আয়োজনের সভাপতির দায়িত্ব পালন করেন পোল্লাডাংগা যুবগোষ্ঠির সভাপতি মোঃ রবিউল ইসলাম ও সেক্রেটারী মোঃ আরজেদ আলী ভুটু। প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন ৩নং দলদলী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুল। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত সাবেক চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, জেকে পোল্লাডাংগার কোম্পানী কমান্ডার আঃ আজিজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর প্রশাসনিক কর্মকর্তা মোঃ দুরুল হোদা, পোল্লাডাংগা দ্বীনমোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুজ্জামান, উপজেলা আ’যুবলীগের সাঃ সম্পাদক প্রভাষক রাব্বুল হোসেন, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক জেন্টু, দলদলী ইউপি সদস্য মোঃ আব্দুল বারী। সার্বিক সহযোগিতায় ছিলেন পোল্লাডাংগা যুবগোষ্ঠীর উপদেষ্টা মিজানুর রহমান মাষ্টার ও সদস্য এবং সাংবাদিক মোঃ সেলিমরেজা মুক্তা। অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন রমিজ রাজা, আমিনুল ইসলাম চঞ্চল, সেলিম, নিপু, রনি, হারুন, রফিকুল, সুজন, ইয়ারুল, সাইফুল, শরিফুল, মনিরুল। মঞ্চ ও মাঠ সজ্জায় ছিলেন আফজাল হোসেন, আব্দুল বারী, শরিফুল, আঙ্গুর, সহিদুল, হারুন। সাংষকৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাংষকৃতিক সম্পাদকমোঃ মিজানুর রহমান মতি। অনুষ্ঠান উপস্থাপনা ও পুরষ্কার বিতরনীতে সার্বিক দায়িত্ব পালন করেন পোল্লাডাংগা যুবগোষ্ঠির উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোঃ মইনুল ইসলাম ও সদস্য আবুল কালাম আজাদ।

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …