পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পীরগঞ্জ শাখার শিশু কল্যান প্রকল্পের উদ্দ্যেগে গতকাল মঙ্গলবার দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তরফমৌজা উচ্চ বিদ্যালয় মাঠে ওই মেলায় প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের ইউএইচও ডাঃ শামছুল হক। বনি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বক্তব্য রাখেন- ডাঃ মিনিম পারভীন মিশু, প্রকল্প ম্যানেজার ফ্রান্সিস হাজং, প্রেসক্লাব সহ সভাপতি গোলাম কবির বিলু, সম্পাদক সরওয়ার জাহান, প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমুখ। মেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভিটামিন সমুহ, খনিজ লবন, আমিষ, সুষম খাদ্য, পরিবেশ বান্ধব বাড়ী, স্নেহ/চর্বি, বিসিজি এ জাতীয় ১১টি ষ্টল বসানো হয়েছিল। ওই সব ষ্টলে ওয়ার্ল্ড ভিশনের স্বেচ্ছাসেবী নেতা- তহুরা, শাপলা, পারভীন, রাখি আক্তার, মনিরা, বিউটি সহ অনেকেই মেলায় আগতদের তাদের ষ্টল সম্পর্কে বিশদভাবে বর্ননা দেন। জানা যায়, উপজেলার ৪০টি গ্রামে সমাজ সচেতনতায় ওয়ার্ল্ড ভিশন কাজ করছে।
আরও পড়ুন...
নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত
নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …