26 Boishakh 1432 বঙ্গাব্দ শুক্রবার ৯ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / জিয়া ব্রিগেড কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামীকাল ২৮ মার্চ বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “ সকল সাংবাদিক হত্যাকান্ডের সুষ্ঠু তদনত্ম বিচার ও একুশে টিভির বিরম্নদ্ধে সরকারী ষড়যন্ত্রের প্রতিবাদে ” এক মানববন্ধন ও গণসমাবেশ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

জিয়া ব্রিগেড কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামীকাল ২৮ মার্চ বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “ সকল সাংবাদিক হত্যাকান্ডের সুষ্ঠু তদনত্ম বিচার ও একুশে টিভির বিরম্নদ্ধে সরকারী ষড়যন্ত্রের প্রতিবাদে ” এক মানববন্ধন ও গণসমাবেশ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

এন বি এন ডেক্সঃ জিয়া ব্রিগেড কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামীকাল ২৮ মার্চ বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “ সকল সাংবাদিক হত্যাকান্ডের সুষ্ঠু তদনত্ম বিচার ও একুশে টিভির বিরম্নদ্ধে সরকারী ষড়যন্ত্রের প্রতিবাদে ” এক মানববন্ধন ও গণসমাবেশ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি’ত থাকবেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারম্নক। এছাড়াও উপসি’ত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংশিস্নষ্ঠ সকলকে আমন্ত্রন জানানো যাচ্ছে।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …