কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিশ্ব নাট্যদিবস উপলক্ষ্যে কুড়িগ্রামে বর্ণাঢ্য র্যালী, নাট্যকর্মীদের মিলন মেলা, আলোচনা সভা ও নাটক ‘বিপ্লব বক্ষে স্বদেশ’ মঞ্চস’ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ, কুড়িগ্রাম ও গ্রুপ থিয়েটার ফেডারেশন উদ্যোগে প্রচ্ছদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালীটি শহর প্রদক্ষিণ করে পৌরসভা চত্ত্বরে শেষ হয়। এছাড়াও বিশ্ব নাট্যদিবস উপলক্ষ্যে সন্ধ্যায় পৌরসভা মিলনায়তনে নাট্যকর্মীদের মিলন মেলায় জেলার বিভিন্ন উপজেলা শহর সহ জেলা সদরের নবীন-প্রবীণ নাট্যকর্মীরা অংশ নেয়। পরে কলকাতার ‘মিউনাস’ নাট্যদলের আমন্ত্রণে সমপ্রতি কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা শহরে প্রচ্ছদ, কুড়িগ্রামের নাটক ‘বিপ্লব বক্ষে স্বদেশ’ প্রদর্শন সহ ব্যাপক প্রশংসা অর্জন করায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রচ্ছদ, কুড়িগ্রামের নাট্যদলকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় কলকাতা সফরের অভিজ্ঞতা বিনিময় করেন- বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, প্রচ্ছদ সভাপতি জুলকারনাইন স্বপন, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, ইমতে আহসান শিলু, আশিষ বক্সী, বিপ্লব তরফদার, সরোয়ার হোসেন সঞ্জু, মৌসুমী রহমান বুবলী সহ অন্যান্যরা। আলোচনা শেষে নাট্যকার হেলাল জাহাঙ্গীরকে সংবর্ধিত করা হয়। পরে হেলাল জাহাঙ্গীর রচিত, জুলকারনাইন স্বপন নির্দেশিত ‘বিপ্লব বক্ষে স্বদেশ’ নাটকটি মঞ্চস’ হয়।
আরও পড়ুন...
নওগাঁর নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত!!
এনবিএন ডেক্সঃ ঈদ উপলে নওগাঁর মহাদেবপুরের ঐতিহ্যবাহী সাতরা বিলে অনুষ্টিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার …