পিরোজপুর প্রতিনিধিঃ প্রবাদ আছে কুকুরের লেজে শত ঘি মাখলেও সোজা হয় না।তেমনি দৃষ্টান- পাওয়া গেছে কুখ্যাত রাজাকার আমজাদ আলী হাওলাদারের কাছ থেকে। তার বিরুদ্ধে উপজেলার কালিকাবাড়ী গ্রামের মৃতঃ মুজাহার আলী বেপারীর ছেলে নবী হোসেন (৬০) যুদ্ধাপরাধীর অভিযোগ এনে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা (এম পি-১০৩৯/১০) দায়ের করেন।আমজাদ (৭০) উপজেলার পাঁচশত কুড়া গ্রামের মৃতঃ জয়নুদ্দিনের ছেলে।এদিকে ওই রাজাকার আমজাদ মিয়ার বিরুদ্ধে পাঁচশত কুড়া গ্রামের সোনামিয়ার বাড়ী জামে মসজিদের জমি অবৈধ দখলের অভিযোগ উঠেছে। মনেহয় যেন তিনি ৭১‘র শোষনের কথা আজও ভুলতে পারেনি। এব্যাপারে ওই গ্রামের হযরত আলী মল্লিকের ছেলে ওই মসজিদ কমিটির সহ- সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (৩৫) বাদী হয়ে মসজিদের জমি দখলের অভিযোগ এনে তাকে সহ ৬ জনকে আসামি করে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা (সি আর-১০৫৩/১১)দায়ের করেন।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …