15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / পীরগঞ্জে পুলিশের মোটর সাইকেল পোড়ানোর ঘটনায় ৫ পুলিশ ক্লোজ ।

পীরগঞ্জে পুলিশের মোটর সাইকেল পোড়ানোর ঘটনায় ৫ পুলিশ ক্লোজ ।

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পীরগঞ্জে একটি সড়ক দর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের মটর সাইকেল পুড়ে দেয়া সহ ৬ জন আহত ও পুলিশকে প্রহারের ঘটনায রোববার হাইওয়ে পুলিশের এক হাবিলদার সহ ৫ কনষ্টেবলকে ক্লোজ করা হয়েছে । হাইওয়ে পুলিশের বগুড়া জোনের এস পি ইসরাইল হাওলাদার স্বাক্ষরিত এ সংক্রান- এক নির্দেশে রোববারই ওই পুলিশ সদস্যরা বগুড়া অফিসে যোগদান করেছে । যাদেক ক্লোজ করা হয়েছে তারা হলেন, হাবিলদার তোফাজ্জল হোসেন, কনষ্টেবল হাসান আলী, বাকি মিয়া, রিপন মিয়া ও ড্রাইভার রেজাউল ইসলাম ।
উল্লেখ্য গত শুক্রবার রাত প্রায় ২ টায় পীরগঞ্জের বিশমাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয় । এ দুর্ঘটনার সংবাদ পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশের এস,আই দুরুল হুদা এক কনষ্টেবলকে নিয়ে সরকারী মটরসাইকেল নিয়ে ঘটনাস’লে পৌছিলে ক্ষুদ্ধ জনতা হাইওয়ে পুলিশের ৩ সদস্যকে প্রহার করে এবং পুলিশের মটর সাইকেলটিতে অগ্নি সংযোগ করলে ঘটনাস’লেই মোটরসাইকেল টি ভস্মিভুত হয় ।
এ দুঘর্টনার ব্যাপারে এলাবাসীর অনেকেই জানান, পুলিশ চাল বোঝাই একাট ট্রাক থামিয়ে চাদা দাবী করায় এ দৃরর্ঘটনা ঘটে এ কারনেই জনতা মটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। অপরদিকে হাইওয়ে পুলিশের ওসি আব্দুর রশিদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, ট্রাকটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাসির জন্য ট্রাকটি থামানো হয়েছিল। হাইওয়ে পুলিশের বগুড়া জোনের এসপি ইসরাইল হাওলাদার শনিবার সকালে ঘটনাস’ল পরিদর্শন করেন এবং রোববার ওই পুলিশদের ক্লোজ করা হয় । এ ছাড়া আজ রোববার হাইওয়ে পুলিশের এডিশনাল এস পি এনামুল হক ও এ এস পি আশরাফুল্লাহ তাহের পুনঃ ঘটনাস’ল পরিদর্শন করেন ।

আরও পড়ুন...

নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …