পোরশা এ উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলা সদরে গত শনিবার একটি র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক দক্ষিণ করে স্বাস’্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় উপজেলা স্বাস’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন সাগর সভাপতিত্ব করেন। উপজেলা চেয়ারম্যান তবিবর রহমান শাহ্ এতে প্রধান অতিথি হিসাবে উপসি’ত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।
ধামইরহাট
এ উপলক্ষে গত শনিবার নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও ডেমিয়েন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা স্বাস’্য কমপ্লেক্স চত্ত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস’্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ আলাউদ্দীন সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডেমিয়েন ফাউন্ডেশনের টিএলসিও এবিএম জাকারিয়া, আব্দুল খালেক, টিএলসিএ আবুল হোসেন, সাইফুল ইসলাম, তিমতি হাঁসদা, নজরুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন...
নওগাঁয় করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু ঃ সর্বমোট মৃত্যু ২২ জনঃ নতুন আক্রান্ত ১০ জন ঃ সর্বমোট আক্রান্ত ১৩৭৪
এন বিএন ডেক্সঃ নওগাঁ জেলায় নতুন করে ১০ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আরও …