15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁর মান্দায় সাড়ে ৭শ’ থেকে ১৫শ’ ফিটের মধ্যে ৪টি গভীর নলকূপ

নওগাঁর মান্দায় সাড়ে ৭শ’ থেকে ১৫শ’ ফিটের মধ্যে ৪টি গভীর নলকূপ

এন বি এন ডেক্সঃ নওগাঁর মান্দায় সাড়ে ৭শ’ থেকে ১৫শ’ ফিটের মধ্যে ৪টি গভীর নলকূপ স্থাপন হচ্ছে বলে জানা গেছে। মান্দায় গভীর নলকূপ স্থাপনে মান্দা বিএমডিএ’র সহকারি প্রকৌশলীর বিরম্নদ্ধে একটি অভিযোগও হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপলোর কৈবর্ত্তপাড়া মৌজার জেএলনং ১১৮’র ৫১ দাগে, নিজকুলিহার মৌজার জেএল নং ১১৪’র ২শ’৫৮ দাগে, গোবিন্দপুরের জেএল নং ১১৭’র ৪হাজার ৬৭ দাগে একটি করে গভীর নলকূপ রয়েছে। উপজেলার ওই গভীর নলকূপটির চারদিকে প্রায় সাড়ে সাতশ থেকে ১৫শ ফিটের মধ্যে ওই চারটি গভীর নলকূপ আছে। তারপরও মোটা অংকের উৎকোচের বিনিময়ে বিএমডিএ’র মান্দা জোনের এসও সাইদুর ওই কাজটি করিয়েছে বলেও অভিযোগে উলেস্নখ করা হয়েছে। সকল ডিপ টিউবওয়েলের ম্যানেজার ও অপারেটর আশিকুর রহমান খান নওগাঁ বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ বিষয়ে একটি অভিযোগ করেছেন। বিএমডিএ’র মান্দা জোনের সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উৎকোচের কথা অস্বীকার করে বলেন, আগের বিএমডিএ মান্দা জোনের সহকারি প্রকৌশলী জরিপ উদ্দিন সব করেছেন আমি কিছু জানি না। মান্দা বিএমডিএ জোনের সহকারি প্রকৌশলী ও তদনত্ম কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, সরেজমিনে গিয়ে তদনত্ম করেছি। তদনত্ম রিপোর্ট এখনও দেয়নি শিঘ্রই রিপোর্টটি উর্ধ্বতন কর্তৃপড়্গের নিকট পৌঁছানো হবে। নওগাঁ বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী জিন্নুরাইন খানের সঙ্গে মুঠোফোনে যোগযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান, কৃষি মন্ত্রনালয় থেকে এই মুহুর্তে কোন অনুমতি বা নতুন কোন প্রজেক্ট নেই। তিনি আরও জানান, অভিযোগ পেয়েছি, তদনেত্মর জন্য মান্দা বিএমডিএ জোনের সহকারি প্রকৌশলীকে দায়িত্ব দেয়া হয়েছে। তার রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থ্য গ্রহণ করা হবে।

আরও পড়ুন...

খাদ্যশস্য ধারণক্ষমতা ৩৫ লাখ মেট্রিকটনে উন্নীত করা হবে: নওগাঁয় খাদ্যমন্ত্রী

এনবিএন ডেক্সঃ  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের খাদ্যগুদামে খাদ্যশস্য ধারণ ক্ষমতা ৩৫ লাখ মেট্রিকটনে …