15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / শিক্ষা / নওগাঁর বদলগাছির গয়েশপুর প্রাথমিক বিদ্যালয়ের দুই দিন ব্যাপী শতবছর পুর্তি উৎসব

নওগাঁর বদলগাছির গয়েশপুর প্রাথমিক বিদ্যালয়ের দুই দিন ব্যাপী শতবছর পুর্তি উৎসব

এন বি এন ডেক্সঃ নওগাঁর বদলগাছি উপজেলার ঐতিহ্যবাহী গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই দিন ব্যাপী শতবর্ষপুর্তি উৎসব গত শনিবার শেষ হয়েছে। এ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, র‌্যালী, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সকালে মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাদি চৌধুরী টিপু নিজে রক্ত দিয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন। বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল্লা আল মামুন সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার সরোজ কুমার সরকার, সহকারী শিক্ষা অফিসার আব্দুল বারিক মৃধা, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাজবুবুল আলম চৌধুরী, দেশের প্রখ্যাত অনুবাদ লেখক খসরু চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। এতে একশ’ ব্যাগ রক্ত সংগৃহীত হয়। দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৫শ রোগিকে চিকিৎসা ও বিনামুল্যে ওষুধ সরবরাহ করা হয়।
দ্বিতীয় দিনে বেলা ১১ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে হাতি, ঘোড়া, গরুর গাড়ী, পালকী সহ নানা দেশীয় সংস্কৃতির উপকরণ উপস’াপন করা হয়। সুসজ্জিত শোভাযাত্রায় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, সুধীজন এবং সকলস-রের সাধারণ নারী পুরুষ অংশগ্রহণ করেন। সন্ধ্যায় গয়েশপুর উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজন করা হয় স্মৃতিচারণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। নওগাঁ-৩ আসনের এমপি’ আলহাজ্ব ডক্টর আকরাম হোসেন চৌধুরী এতে প্রধান অতিথি হিসাবে উপসি’ত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে আয়োজিত সাংস্কৃকি অনুষ্ঠান কয়েক হাজার দর্শকের মন মাতিয়ে তোলে। দু’দিনব্যপী এ অনষ্ঠানকে ঘিরে ঐতিহ্যবাহি গয়েশপুর গ্রাম মানুষের মিলনমেলায় পরিণত হয়। পার্শ্ববর্তী গ্রামসমূহের মানুষ আর অতিথিদের আগমনে গ্রাম হয়ে উঠে মুখরিত। এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে অনেকেই দেশের গুরুত্বপূর্ণ পদে আসিন রয়েছেন। তাঁদের মধ্যে বজলুর রশিদ চৌধুরী কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ, আব্দুল হাই প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক, মৃত পারেশ চৌধুরী ইঞ্জনিয়ার, মোঃ একরামুল হক চৌধুরী মুন্সেফ, মোঃ আনিছুর রহমান সামরিক বাহিনীর কর্মকর্তা, মোঃ মজিবর রহমান রাজশাহীতে আইন ব্যবসার সাথে জড়িত রয়েছেন।

আরও পড়ুন...

নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা

এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …