20 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / রাজনীতি / যে জাতি যত শিড়্গিত, সে জাতি তত উন্নত ———– উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন

যে জাতি যত শিড়্গিত, সে জাতি তত উন্নত ———– উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন

এন বি এন ডেক্সঃ গত ২৩ মার্চ বিকেল ৫ টায় ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের অনত্মর্গত খেলনা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে ২০১১ সালে ৬ষ্ঠ থেকে ৭ম শ্রেণীর বার্ষিক পরীড়্গা, জেএসসি ও এস এস সি পরীড়্গায় সফলতার সহিত উর্ত্তীর্ণ কৃতি ছাত্র/ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান বলেন, “যে জাতি যত শিড়্গিত, সে জাতি তত উন্নত।” তিনি আরও, বলেন, ‘একটি দেশের অন্যতম ভিত্তি হলো শিড়্গা কার্যক্রম, আর এই শিড়্গা কার্যক্রমকে বেগবান করার লড়্গ্যে এবং প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করছে’। বিদ্যালয়ের সভাপতি মোঃ সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে খেলনা দ্বি-মুখী উচচ বিদ্যালয়ের প্রধান শিড়্গক সাইফুদ্দিন, সহকারী শিড়্গক রমজান আলী, বুলবুলি বর্মন প্রমুখ উপসি’ত ছিলেন। সব শেষে সন্ধা সাড়ে ৭ টায় ১০ শ্রেণীর শিড়্গার্থী দিপ্তীর পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

এন বিএন ডেক্সঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার …