21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / পিরোজপুরের মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিস-ম্ভ নেই ভাষা শহীদদের মিনারেই মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরের মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিস-ম্ভ নেই ভাষা শহীদদের মিনারেই মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুর প্রতিনিধিঃ স্বাধীনতার ৪০ বছর পরেও পিরোজপুরের কাউখালীতে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় ভাষা শহীদদের মিনারে। মুক্তিযুদ্ধে শহীদদের স্মরনে বা বধ্যভুমিতে কোন স্মৃতিস-ম্ভ আজো নির্মিত হয়নি। ৫ বছর পূর্বে জেলা পরিষদের মাধ্যমে একটি উদ্যোগ নেয়া হলেও তা বাস-বায়নের কোন পদক্ষেপ নেই। ২০১১ সালের প্রথম দিকে স’ানীয় সংসদ সদস্য পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দিলেও তা আলোর মুখ দেখেনি।সরেজমিনে কাউখালী ঘুরে জানাযায় মুক্তিযোদ্ধা ও সুশিল সমাজের দাবীর মুখে বিলম্বে হলেও ২০০৭ সালে একটি মুক্তিযুদ্ধ স্মৃতিস-ম্ভ নির্মানের পরিকল্পনা নেয়া হয়। ওই বছর ২৬ ফেব্রুয়ারী উত্তর বাজার পুরানো হাসপাতাল এলাকায় পিরোজপুর জেলা পরিষদের ভুমিতে জেলা পরিষদের তৎকালীন প্রশাসক আব্দুল কাইউম ভিত্তিপ্রস-র স’াপন করেন। ওইসময় উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ রায়হানের নেতৃত্বে একটি নকসা ও প্রাক্কলন তৈরি করা হয়। কিন’ তা আলোর মুখ দেখেনি। সর্বশেষ ২০১১ সালের জানুয়ারী মাসে বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ শাহ আলম স্মৃতিসৌধ নির্মানের পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দিলেও তার কোন বাস-বায়ন নেই। এলাকার সমাজ সেবক আব্দুল লতিফ খসরুসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ বলেছেন স্বাধীনতা যুদ্ধে পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় হাজার হাজার মানুষ আত্মাহুতি দিয়েছে। স্বাধীনতার সুফল আজ গোটা দেশের মানুষ ভোগ করলেও যারা জীবন দিয়ে স্বাধীনতা আনল তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের স্থানটুকুও নির্ধারিত নেই। আজো কাউখালীর চিহ্নিত বধ্যভুমিতে স্মৃতিস-ম্ভ হয়নি। ফলে নতুন প্রজন্মের মানুষ স্বাধীনতা যুদ্ধে কাউখালীর ইতিহাস জানা থেকে বঞ্চিত হচ্ছে। নেতৃবৃন্দ বলেছেন বার বার রাজনৈতিক ও প্রশাসনের কমকর্তাদের কাছে দাবী জানানো হয়েছে। স্মৃতিসৌধ নির্মানের দাবীতে সভা, সমাবেশসহ মানববন্ধন করা হলেও প্রশাসন নিরব দর্শকের ভুমিকা পালন করছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা হারুন আর রশিদ সাইদ ক্ষোভের সাথে জানান, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন দ্বিতীয় বারে ক্ষমতার তিন বছর অতিবাহিত করেছে। এ সরকার মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষন না করলে কারা করবে। কিন্তু বিষয়টির প্রতি দৃষ্টি দেয়ার জন্য সংসদ সদস্য, ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মীর আব্দুল আউয়াল আল মেহেদী জানান উত্তর বাজার এলাকায় যেখানে ভিত্তিপ্রস-র স্থাপন করা হয়েছে সেটা জেলা পরিষদের সেখানে উপজেলা পরিষদ উদ্যোগ নিতে পারেনা। তাছাড়া ওইখানে মামলা মোকর্দমাও আছে বলে শুনেছি। তবে বেসরকারী ভাবে উদ্যোগ নিলে উপজেলা প্রশাসনের সহযোগীতা থাকবে। তাছাড়া খাস জমিতে করতে চাইলে সর্বাত্মক সহযোগীতা করা হবে।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …