কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ, কুড়িগ্রাম-এর নাট্যদল এখন ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হেলাল জাহাঙ্গীরের রচনা ও জুলকারনাইন স্বপনের নির্দেশনায় “বিপ্লব বক্ষে স্বদেশ” নাটকটি মঞ্চায়ন করছে। কলকাতার স্বনামধন্য নাট্যদল “মিউনাস”-এর আমন্ত্রণে গত ১৩ মার্চ থেকে আগামী ২১ মার্চ পর্যন- মফস্বল শহর কুড়িগ্রামের এই নাট্যদলটি “বিপ্লব বক্ষে স্বদেশ” নাটকের মাধ্যমে কুড়িগ্রাম তথা বাংলাদেশের বিগত ৪০ বছরের রাজনৈতিক পটভূমিতে উত্তারাঞ্চলের শ্রমজীবি মানুষের প্রতি মূহুর্তের বেঁচে থাকার কঠিন সংগ্রামের কথা বলা হয়েছে।
গত ১৫ মার্চ কলকাতার কালিঘাটের তপন থিয়েটার মঞ্চে মিউনাস, কলকাতার আয়োজনে ১৭ মার্চ বর্ধমান জেলার ‘তেপান-র থিয়েটার ভিলেজ’ নাট্যদল এবং ‘আমরা’র আয়োজনে ১৮মার্চ বিরভূম জেলার সিউড়ি’তে নাট্যদল “আত্মজ” সিউড়ীর আয়োজনে এবং গতকাল মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরের সৈদাবাদ নবীণ নাট্য সংস্থার আয়োজনে রবীন্দ্রসদন মঞ্চে “বিপ্লব বক্ষে স্বদেশ” নাটকটি’র সফল মঞ্চায়ন হয়েছে।
গতকাল সন্ধ্যায় নাটক শেষে প্রচ্ছদ, কুড়িগ্রামের ৩৭ সদস্য বিশিষ্ট দলটিকে বিপুল ভাবে সংবর্ধনা দেয়া হয়। এই সময় আয়োজক নাট্যদল সহ বহরমপুরের ১৩টি নাট্যদল পুস্পার্ঘ্য ও সমপ্রীতি স্মারক তুলে দেয় প্রচ্ছদ-এর কর্মীদের হাতে। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন- প্রচ্ছদ-এর সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, কুড়িগ্রামের বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, নবীন নাট্য সংস্থার সাধারণ সম্পাদক তুফানেন্দু, কলকাতা মিউনাস-এর প্রাণ পুরুষ, বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক উৎসব দাস সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন নাট্যদলের প্রতিনিধিবৃন্দ। “বিপ্লব বক্ষে স্বদেশ” নাটকটি পশ্চিম বঙ্গের বিভিন্ন শহরে বিপুল ভাবে দর্শক নন্দিত ও প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত
নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …