15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / পিরোজপুর জেলা পরিষদের প্রশাসককে হত্যার হুমকি, থানায় জিডি! অভিযোগের তীর এমপি আউয়াল অনুসারীদের দিকে

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসককে হত্যার হুমকি, থানায় জিডি! অভিযোগের তীর এমপি আউয়াল অনুসারীদের দিকে

পিরোজপুর প্রতিনিধিঃ সোমবার রাতে পিরোজপুর জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আকরাম হোসেনকে মোবাইলে হুমকি ও মৃত্যুর ভয় দেখানোর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আকরাম হোসেন মঙ্গলবার সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানিয়েছেন, তার ছেলে ও তার জীবন হুমকির সম্মুখীন। তিনি অভিযোগ করে বলেন, পিরোজপুর -১ আসনের এমপি আউয়ালের প্রত্যড়্গ ও পরড়্গ নির্দেশে তার অনুসারিরা এই হুমকি দিয়েছে। এ কারণে পিরোজপুর সদর থানায় একটি ডি.জি করা হয়েছে।পিরোজপুর থানা সূত্রে জানাযায়, গতকাল রাত ১০.০৩ মিনিটে একটি মোবাইল থেকে অজ্ঞাত কেহ অশালিন ভাষায় এডভোকেট আকরাম হোসেনকে শাসিয়ে বলেন, “তুই সামান্য পি.পি হয়ে এম.পি’র বিরম্নদ্ধে কথা বলিস, তোকে দেখাইয়া দিব, ঘর হইতে বাহির হবি না”। তোকে ও তোর ছেলেকে হত্যা করা হবে। ঘটনার সাথে সাথে পুলিশ সুপার আক্তারম্নজ্জামানের নি নির্দেশে সদর থানার ও.সি মিজানুর রহমান আকরাম হোসেন-এর বাসায় যান। তার মুখ থেকে ঘটনা শুনে তার মৌখিক কথামত থানার এস.আই নকিব স্বপ্রণোদিত হয়ে রাত ১০টা ৪০ মিনিটে এ বিষয়ে থানায় জি.ডি করেন, জি.ডি নং-৭৭০, তারিখঃ ১৯/০৩/২০১২। যে মোবাইল থেকে অ্যাডভোকেট আকরাম হোসেনকে হুমকি দেয়া হয় তার নম্বর ০১৭৬৬৩৪৪৯৮৭। পুলিশ সূত্রে জানা গেছে নম্বরটি এখন বন্ধ রয়েছে। সাংবাদিকদের এসময় তিনি আরও জানান, ১৭ মার্চ সন্ধ্যার পর সিও অফিস মোড়ে তার বাসার কাছে আঠারটি মটর সাইকেল যোগে একদল সন্ত্রাসী তার এক মাত্র ছেলে মেহেদি হাসান শানত্মকে খুঁজতে থাকে। এবং তার বাসায়ও ধাক্কা ধাক্কি করে। শানত্ম একটি একটি দোকানের মধ্যে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে যান। পিরোজপুর সদর থানার ও.সি মিজানুর রহমান জানান, জেলা পরিষদ প্রশাসক আকরাম হোসেনের বাসায় পুলিশ নজরদারী বাড়ানো হয়েছে। সাধারণ ডাইরীর বিষয় তদনত্ম চলছে। এ বিষয় পিরোজপুরে অবস্থানরত পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ.কে.এম.এ আউয়াল সাংবাদিকদের জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। এ ধরণের কোন ঘটনার প্রশ্নই আসে না।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …