সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ষ্টেশন বাজারের ওয়াপদা খেলার মাঠে আনন্দমেলার নামে র্যাফেল ড্রর একই নম্বরে একাধিক টিকিট ছাপিয়ে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। কৌশল করে লটারী পরিচালনাকারীরা নিজেদের মধ্যে টিকিটের নম্বর রেখে নিজেদের মধ্যে পুরষ্কার রেখে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। গত রোববার তালগাছীতে টিকিট বিক্রয় সময় বিক্রেতাদের নিকট থেকে একই নম্বরের একাধিক টিকিট পাওয়ার পর এ তথ্য বেড়িয়ে এসেছে। এ ঘটনায় বিক্ষুব্দ জনতা দুজন টিকিট বিক্রেতাসহ দুটি মটর সাইকেল, একটি মাইক্রো ও একটি ট্রাক আটক করে শাহজাদপুর থানা পুলিশের কাছে সোর্পদ করেছে। থানা পুলিশ ও এলাকাবাসীরা জানায়, জেলার উল্লাপাড়া উপজেলার রেলষ্টেশন এর ওয়াপদা মাঠে আনন্দ মেলার নামে পরিচালিত র্যাফেলড্রতে গত বুধবার শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের আব্দুল খালেক একটি মটর সাইকেল পুরষ্কার পায়। পরের দিন পুরস্কারটি আনার সময় কর্তৃপক্ষ বলে পুরষ্কারটি এই নম্বরেই নিয়ে গেছে। গত কাল রোববার সকালে এই লটারী পরিচালনা কারী আলম মিয়া টিকিট বিক্রয়ের সময় মুড়ি সহ টিকিটের দুটি টুকরোর স’ানে তার কাছে একই নম্বরের তিনটি অংশ পাওয়া যায়। পরে সে উক্ত অংশটুকু লুকানোর চেষ্টা করে। পরে লোকজন সমবেত হয়ে চ্যালেঞ্জ করার পর সকল টিকিট বের হয়ে আসে। এ সময় তার নিকট থেকে কয়েকশত তিনটুকরো (তিনভাগ একই নম্বরের) টিকিট উদ্ধার করা হয়। টিকিট বিক্রয় কাজে ব্যবহৃত একটি মাইক্রো, একটি ট্রাক ও পুরষ্কার হিসেবে প্রদর্শিত দুটি মটরসাইকেল সহ দুজনকে আচক করে পুলিশের কাছে সোর্পদ করে। টিকিটের দাবীদার আব্দুল খালেক (নম্বর ১৫৮৬৫০) জানায়, আমার নম্বরে একটি মটর সাইকেল লটারীতে উঠেছে বলে ফোন করা হয়। পরের দিন উপসি’ত হলে তারা বলে এই নম্বরে অন্য লোক নিয়ে গেছে। স্থানীয় অপর ব্যাক্তি সেলিম মিয়া জানান, মশিপুর গ্রামের ফরজ আলী সহ অরও দুজন ব্যাক্তির নামে মটর সাইকেল উঠলেও তারা দেয়নি। এই দল টিকিট বিক্রয় করতে আসলে তাদের নিকট তিনটি অংশ একই নম্বরের টিকিট ধরা পড়ে। এরা সবাই গোপনে এই নম্বর শো করে পুরষ্কার নিজেদের মধ্যে রেখে লাখ লাখ টাকা আত্মস্বাত করছে। এ বিষয়ে টিকিট বিক্রেতা আলম হোসেন জানান, ভূল ক্রমে একই নম্বরে তিনটি টিকিটের অংশ ছাপা হয়েছে। এ গুলো ফেলে দেয়া হবে। পূর্বে এগুলো আমার চোখে ধরা পরেনি। এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুইজনকে আটক করা হয়েছে। সংশ্ল্লিষ্টদের সবাইকে থানায় তলব করা হয়েছে। বিষয়টি ভালভাবে পর্যবেক্ষন করে ব্যবস’া নেয়া হবে।
Home / ক্রাইম নিউজ / সিরাজগঞ্জের উল্লাপাড়া আনন্দ মেলায় একই নম্বরের একাধিক টিকিট ছাপিয়ে প্রতারনার অভিযোগ দুটি মটরসাইকেল মাইক্রো, ট্রাকসহ দুই বিক্রেতা আটক
আরও পড়ুন...
নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫
এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …