15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / কুড়িগ্রামে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী চৌধুরী সফিকুল ইসলামের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

কুড়িগ্রামে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী চৌধুরী সফিকুল ইসলামের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে ১৯৭১’র মুক্তিযুদ্ধকালীন সময় প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলনকারী দাবীদার চৌধুরী সফিকুল ইসলাম আক্ষেপ করে বলেছেন- দেশ স্বাধীন হবার ৪০ বছর পর একটি মহল স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী হিসেবে যাকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেই সময় ওই ব্যক্তির বয়স ছিল মাত্র চার বছর। গতকাল সোমবার দুপুর ১২টায় কুড়িগ্রাম রিপোটার্স ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
গত ১৭ মার্চ কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে অবসি’ত পতাকা মঞ্চে আয়োজিত বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কুড়িগ্রামে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী হিসেবে মোস-ফা কামাল তুষার নামের এক ব্যক্তিকে পরিচয় করিয়ে দেয়ার পরিপ্রেক্ষিতে চৌধুরী সফিকুল ইসলাম সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করেন। তিনি বলেন- স্বাধীনতার ২৫ বছর পূর্তি অনুষ্ঠানেও আমি স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী হিসেবে যথাপোযুক্ত সম্মান পেয়েছি। কিন’ একটি মহল ইতিহাস বিকৃতি করে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী হিসেবে আমার নাম বাদ দেয়ার অশুভ পায়তারা চালাচ্ছে। আমি এ জাতীয় ঘৃনিত ষড়যন্ত্রে মর্মাহত ও বেদনাতুর হয়েছি।
চৌধুরী সফিকুল ইসলাম ৭১’র ১৭ মার্চে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনের স্মৃতির কথা উল্লেখ করে বলেন- ওই সময়ের উদ্ভুত পরিসি’তি বিবেচনায় নিয়ে মোস-ফা কামাল তুষারকে দিয়ে তৎকালীন পাকিস-ানের জাতীয় পতাকা পুড়িয়ে ফেলা হয়। এরপর আমি (পুরাতন রেল ষ্টেশন)মোক্তার পাড়া এলাকার মরহুম মফিজ উদ্দিন ভেন্ডারের পুত্র বীরমুক্তিযোদ্ধা মরহুম মজিবর রহমান, সবুজ পাড়ার ডলার, ঝিনুক হল পাড়ার রতন, আবুল ইসলাম, বাবু, সাইফুল আলম ও খালেক সহ চেনা-অচেনা আরো বহু ব্যক্তিবর্গের সহযোগিতায় আমি-ই প্রথম তৎকালীন চিলড্রেন পার্কে (বর্তমান জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন) স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করে একটি মিছিল বের করি।
মতবিনিময় সভায় স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন’র বিভিন্ন প্রমানপত্র উপস’াপন করে চৌধুরী সফিকুল ইসলাম বলেন- যারা তুষারকে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেই তুষার’র পিতা এ, এইচ, এম আনিছুর রহমান (সাবেক ডিআইও) ২০০৪ সালের ১৭ মার্চে স’ানীয় ‘দৈনিক কুড়িগ্রাম খবর’ পত্রিকায় তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’র কাছে প্রেরিত একটি আবেদন প্রকাশ করেন। প্রকাশিত ওই আবেদনে তিনি আমাকে বৃহত্তর রংপুর জেলার ১৯৭১ সালের ১৭ মার্চ স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী হিসেবে ইতিহাস লেখার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপসি’ত ছিলেন কুড়িগ্রামের চার সাংবাদিক সংগঠন- জেলা প্রেসক্লাব, রিপোটার্স ক্লাব, জার্নালিষ্ট ক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন...

নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …