কুড়িগ্রাম প্রতিনিধি :সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র’র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্ররা কুড়িগ্রামের কলেজ মোড় এলাকায় বিআরটিসি বাসে অগ্নি সংযোগ, দোকান পাট ভাংচুর সহ কুড়িগ্রাম-চিলমারী সড়ক অবরোধ করে রাখে। এঘটনায় গোটা কলেজ মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় ঘটনাস’ল সংলগ্ন স্বাধীনতার বিজয় স-ম্ভে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের এমপি জাফর আলী বক্তৃতা করছিলেন। পরে অনুষ্ঠানস’লে থাকা এডিশনাল এসপি হামিদুল আলমের নেতৃত্বে একদল পুলিশ পরিসি’তি নিয়ন্ত্রণে আনে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে- গত শুক্রবার বিকালে সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম সরকারী অনার্স কলেজের ছাত্র মমিনুল ইসলাম আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। শুক্রবার রাতেই সে চিকিৎসাধীন থাকা অবস’ায় মারা যায়। গতকাল সকালে নিহত কলেজ ছাত্রের লাশ কুড়িগ্রাম সরকারী কলেজে পৌঁছা মাত্র কলেজের ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে। তারা গাছের গুঁড়ি রাস্তা ফেলে দিয়ে কুড়িগ্রাম-চিলমারী সড়ক অবরোধ করে রাখে। এক পর্যায়ে বিক্ষুব্ধ কলেজ ছাত্ররা একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়। এসময় ফায়ার সার্ভিসের গাড়ী আগুন নেভাতে গেলে ছাত্ররা ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দলের উপর চড়াও হয়। পরিসি’তি বুঝে উঠার আগেই বিক্ষুব্ধ ছাত্ররা কলেজ মোড় এলাকার বেশ কিছু দোকান-পাটে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। বিক্ষুব্ধ ছাত্রদের তান্ডবলীলার প্রতিবাদে কলেজ মোড়ের ব্যবসায়ীরা তাদের দোকান-পাট বন্ধ করে দেয়। এমতাবস’ায় কুড়িগ্রামের এডিশনাল এসপি হামিদুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস’লে অবস্থান নিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।এব্যাপারে এডিশনাল এসপি হামিদুল আলম জানান- পরিসি’তি এখন শান- রয়েছে। উল্লেখ্য- নিহত কলেজ ছাত্র মমিনুল ইসলামের বাড়ী কুড়িগ্রামের উলিপুর উপজেলায়।
Home / সড়ক দূর্ঘটনা / কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র’র মৃত্যু বিটিআরসি বাসে অগ্নি সংযোগ # দোকান পাট ভাংচুর # সড়ক অবরোধ
আরও পড়ুন...
নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …