20 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর বিভিন্ন উপজেলায় জাতীয় শিশু দিবস পালিত

নওগাঁর বিভিন্ন উপজেলায় জাতীয় শিশু দিবস পালিত

এন বি এন ডেক্সঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে নওগাঁয় সরকারী ও বেসরকারী উদ্যোগে বিস-ারিত কর্মসূচী গ্রহণ করা হয়। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে ফেষ্টুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমী চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মুক্ত মঞ্চে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক ড. আনম বজলুর রশীদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সামদানী প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এ উপলক্ষে জেলা বঙ্গবন্ধু স্বাধীনতা চিকিৎসক পরিষদ সকালে পুরাতন হাসপাতাল চত্ত্বরে বিনামুল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করে। বিশেষজ্ঞ চিকিৎসকরা পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা ও ঔষুধ প্রদান করেন। পরে পুরাতন হাসপাতাল মিলনায়তনে মা ও শিশুর স্বাস’্য সেবা বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বি,এম,এর সভাপতি ডাঃ আশেক হোসেন এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ রেজাউল মাহমুদ, সিভিল সার্জন ডাঃ সোলায়মান আল ফারুক, ডাঃ মাহবুবুল আলম সিদ্দিকী, ডাঃ জাহিদ নজরুল চৌধুরী প্রমুখ।
মহাদেবপুর
এ উপলক্ষে নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান এতে সভাপতিত্ব করেন। উপজেলা চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগর এতে প্রধান অতিথি হিসাবে উপসি’ত ছিলেন।
এ উপলক্ষে মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান শিক্ষক জসীম উদ্দিন সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক মাতৃপ্রসাদ চ্যাটার্জী, নাজমুল হুদা জুয়েল, সব্যসাচী ভট্টাচার্য, ছাত্রী কাজী রুমঝুম প্রমুখ।
ধামইরহাট
এ উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সরকারী কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী ও বেসরকারী সংগঠনের সদস্যরা র‌্যালীতে অংশ নেন। সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ মিজানুর রহমান সরকার সভাপতিত্ব করেন। উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন এতে প্রধান অতিথি হিসাবে উপসি’ত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জহুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারাহ দিবাহ, অধ্যক্ষ শহীদুল ইসলাম, শিক্ষা অফিসার সাফিউজ্জামান, সহকারী শিক্ষা অফিসার আব্দুল জলিল, মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেড ইন্সট্রাক্টর আলতাফ হোসেন, ধামইরহাট থানার ওসি জিয়া লতিফুল ইসলাম প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও তার জীবনী বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
সাপাহার
এ উপলক্ষে নওগাঁর সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী, উপজেলা পরিষদ চত্ত্বরে শিশু সমাবেশ, উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে শিশুদের চিত্রাংকন, ক্যুইজ ও রচনা প্রতিযোগিতা, মসজিদ, মন্দিরে বিশেষ দোওয়া ও প্রার্থনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান শহীদুল আলম এতে প্রধান অতিথি হিসাবে উপসি’ত ছিলেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
মান্দা
এ উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ইউএনও কাওসার জাহান সভাপতিত্ব করেন। এলাকার এমপি’ মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক এতে মোবাইল ফোনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশেক হাসান, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার শরীফ উদ্দিন, মান্দা থানার ওসি আব্দুল্লাহেল বাকী, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ একেএম ইয়াকুব আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিষ্ণুপদ সরকার কার্তিক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ব্রহানী সুলতান গামা, সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মীর্জা মাহবুব বাচ্চু, ইউপি চেয়ারম্যান ইয়াদ আলী মন্ডল প্রমুখ।
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন...

নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …