সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বঙ্গবন্ধুসেতুর পশ্চিমে চেক পোষ্টে ঢাকাগামী একটি ট্রাকের মুরগী পরীক্ষা করে বার্ডফ্লু (সিভিল এভিয়েঞ্জা) রোগের সন্ধান পাওয়া গেছে। আক্রান- মুরগীগুলোকে রাতেই ধংস করা হবে বলে জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে।
সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুসেতুর পশ্চিমে প্রানি সম্পদ মন্ত্রনালয়ের নির্দেশে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সকল মুরগী ও গবাদী প্রাণি পরীক্ষার জন্য মঙ্গলবার থেকে চেক পোষ্ট বসানো হয়। বুধবার দ্বিতীয় দিনে বেলা ১ টা ১০ মিনিটের সময় নীলফামারী জেলা থেকে ১৪ শত মুরগী বোঝাই একটি ট্রাক (নম্বর ঢাকা মেট্রো-ড-১১-২৩৮৬) ঢাকায় যাচ্ছিল। এগুলোর মধ্যে থেকে পাঁচটি মৃতমুরগী সিরাজগঞ্জ জেলার আঞ্চলিক প্রাণিরোগ গবেষনাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার পর সেগুলেতে বার্ডফ্লু পজিটিভ পাওয়া যায়।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গের বিভিন্ন মুরগীর ফার্মগুলোর মুরগী বার্ডফ্লু রোগে আক্রান- হচ্ছে এবং এসকল মুরগী ঢাকায় চলে যাচ্ছে বিষয়টি জানার পর মন্ত্রনালয়ের নির্দেশে বঙ্গবন্ধুসেতুর পশ্চিমে প্রানি সম্পদ বিভাগের চিকৎসকদের নিয়ে চেক পোষ্ট বসানো হয়। চেকপোষ্টে বুধবার ১৪ শত লেয়ার মুরগীর মধ্যে মরাগুলো পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে। বিষয়টি মন্ত্রনালয়ে জানানোর পর এগুলো ধংস করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। রাতের কোন এক সময় জেলা প্রশাসনের প্রতিনিধিদের সন্মুখে এগুলো মাটির নিচে পুতে ফেলা হবে।
আরও পড়ুন...
নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত
নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …