সিরাজগঞ্জ প্রতিনিধি: কর্তব্য পালন করার সময় বালুউত্তোলন কারীদের হাতে তিন সাংবাদিককে মারধর করে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় পুলিশের সহযোগীতায় তিনজনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি জিডি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ জেলার সীমান-বর্তি টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার অনর্-গত যমুনা নদীর কালিপুর চরে।
থানায় করা জিডি এবং সাংবাদিক তিনজনের দেয়া তথ্য থেকে জানা গেছে, বুধবার দুপুরে ঢাকা থেকে আগত ডেইলী সানের ষ্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসেন, স্থানীয় ডেইলী সান ও যায়যায়দিন সিরাজগঞ্জ প্রতিনিধি বাদল ভৌমিক এবং আমারদেশ প্রত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি শরিফ আহমেদ ইন্না যমুনা নদীর ক্যাপিটাল ড্রেজিং এর সংবাদ সংগ্রহের জন্য যমুনা নদীতে যায়। ড্রেজিং পরিদর্শন শেষে বঙ্গবন্ধুসেতুর দিকে যাওয়ার পথে টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানা ও সিরাজগঞ্জ জেলার সীমান-বর্তি এলাকার কালিপুর চরে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে মাটি তোলার কাজে নিয়োজিত কনকর্ড ড্রেজারের ছবি তোলার সময় আব্দুর রাজ্জাক ও দুলাল তালুকদারের নেতৃত্বে চারটি নৌকাযোগে শতাধিক লোক লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় তাতের লাঠির আঘাতে তিনজন সাংবাদিক আহত হয়। এ সময় তাদের নিকট থেকে ক্যামেরা মুঠোফোন কেড়ে নেয়। পরে তারা অস্ত্রের মুখে সাংবাদিকদের ভূয়াপুর নৌকা ঘাটে নিয়ে যায়। সেখান থেকে একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-১১-৭৩৯০) তুলে নিয়ে অজানা স’ানের একটি ঘরের মধ্যে আটকে রাখে। সেখানে তাদেরকে আবার মারপিট করা হয়। পরবর্তিতে ভূয়াপুর নৌকা ঘাট এলাকার ভূয়াপুর নৌ-পুলিশ ফাড়িতে নিয়ে যাওয়া হয়। নৌ-পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এস আই ) মোঃ তোফাজ্জল হোসেনের মধ্যস-তায় তাদেরকে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে তিন সাংবাদিকের পক্ষ থেকে দৈনিক আমার দেশ প্রত্রিকার জেলা প্রতিনিধি শরিফ আহমেদ ইন্না সিরাজগঞ্জ সদর থানায় এসে সন্ধায় একটি সাধারন ডাইরী করে।
সাংবাদিকরা অভিযোগ করে বলে, সংবাদ সংগ্রহ করতে গেলে তারা বেআইনী ভাবে আমাদেরকে মারধর করে সবকিছু লুট করে নিয়েছে।
এ বিষয়ে ভূয়াপুর নৌপুলিশ ফাঁড়ির এস আই তোফাজ্জল হোসেন জানান, পূর্বে এই এলাকায় বালু উত্তোলন নিয়ে স্থানীয়দের সঙ্গে সিরাজগঞ্জের জেলার লোকজনের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটেছিলো। এই তিনজনকে দেখে বালু উত্তোলনকারীরা ভেবেছিলো সিরাজগঞ্জের বালু ব্যবসায়ী সাত্তারের লোক এসে বালু উত্তোলন বন্ধ করে দেয়ার জন্য এসেছে। এই ধারনা থেকে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন সাংবাদিকদের ছেড়ে দেয়ার জন্য বললে তাদের ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদ আলম জানায়, ইতিপূর্বে বালু উত্তোলন নিয়ে সিরাজগঞ্জ জেলার লোকজন এবং ভূয়াপুর লোকজনদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বিষয়টি চিন-া করে তারা এই তিনজনকে আটক করে মারধর করেছে। বিষয়টি টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস’া নেয়ার জন্য বলা হয়েছে। এলাকাটি সিরাজগঞ্জের সীমানার বাইরে। এ বিষয়ে সদর থানায় একটি জিডি হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত
নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …