26 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / উল্লাপাড়ায় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

উল্লাপাড়ায় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে একটি কোটি টাকা মূল্যের বিষ্ণু মূর্তি উধার করেছে পুলিশ।
জানা যায়, বুধবার দুপুরে বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ গ্রামের জাহাঙ্গীর আলীর বাড়ির পুকুর খননের সময় মাটি কাটা শ্রমিকরা মাথাবিহীন একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি পায়। এটির আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। শ্রমিকরা পরে উল্লাপাড়া থানা পুলিশকে খবর দিলে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন উক্ত গ্রামের গিয়ে কষ্টি পাথরের বিষ্ণ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তা থানা হেফাজতে আছে।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …