কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কমিউনিটি বেইজড জলবায়ু অভিযোজন এবং দুর্যোগ ঝুকি হ্রাসে সরকারী এবং এনজিও’র উদ্যোগ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত সেমিনারে স্থানীয় পর্যায়ে জলবায়ুর বিরূপ প্রভাব থেকে জান মাল রক্ষার বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান অতিথি জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন- জলবায়ুর প্রভাব থেকে রক্ষা পাবার জন্য কুড়িগ্রামে বেশি করে অর্থ বরাদ্দ দিতে হবে। বরাদ্দকৃত অর্থ দ্বারা সংশ্লিষ্ট এলাকা উপযোগি প্রকল্প গ্রহন করা উচিত। যাতে সত্যিকার অর্থেই কুড়িগ্রাম জেলাবাসী জলবায়ুর বিরূপ প্রভাব থেকে মুক্ত থাকতে পারে।
আন-র্জাতিক দাতা সংস্থা অক্সফাম’র সহায়তায় এবং রি-কল প্রকল্প বাস-বায়নকারী এনজিও গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন রোকনুজ্জামান জিল্লুলা। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক ময়নুল মান্নান, আন-র্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি আশিষ বকসী, এনজিও জীবিকা’র নির্বাহী পরিচালক মানিক চৌধুরী, এনজিও গণ উন্নয়ন কেন্দ্র কর্তৃক পরিচালিত রি-কল প্রকল্প’র প্রকল্প কো-অর্ডিনেটর মনির হোসেন, জেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক আমিনুর রহমান, রাজিবপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুল হক, রাজিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, কোদালকাটি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন...
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
নওগাঁ প্রতিনিধিঃ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৭দিন ব্যাপী বৃক্ষ …