27 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / জমি সংক্রান- বিরোধের জের নওগাঁর আত্রাইয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মহিলাসহ ৩ জন গুরুতর আহত; ১জন গ্রেফতার

জমি সংক্রান- বিরোধের জের নওগাঁর আত্রাইয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মহিলাসহ ৩ জন গুরুতর আহত; ১জন গ্রেফতার

এন বি এস ডেক্সঃ নওগাঁর আত্রাই উপজেলার ইসলামগাতী গ্রামে জমি সংক্রান- পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীদের উপূর্যপুরি ছুরিকাঘাতে মহিলাসহ ৩ জন মারাত্মক আহত হয়েছে। মঙ্গলবার আশংকাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় বারী নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নওগাঁর আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খাঁন জানান, সোমবার দিবাগত রাত ২ টার দিকে সন্ত্রাসীদের একটি দল ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে উপজেলার ইসলামগাতী গ্রামের মৃত আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে সাজেদুর রহমান বিশ্বাস ওরফে বাবুর মাটির বাড়ীর ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সাজেদুর রহমান বিশ্বাস ওরফে বাবু (২৪), তার স্ত্রী শাকিলা খাতুন (২২) ও শ্বাশুড়ী মঞ্জুয়ারা বেগম (৪৫) কে উপুর্যপুরি ছুরিকাঘাত করে। এসময় তাদের আর্ত চিৎকারে গ্রামের অন্য বাড়ীর মানুষেরা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করায়। সেখানে তাদের অবস্থার অবনিত হলে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থান্তর করা হয়েছে। বর্তমানে মারাত্মক আহত ৩ জন রাজশাহী মেডিক্যাল কলেজ হাপসাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশংকাজনক।
পুলিশ জানায়, সোমবার রাত ২ টার দিকে এ ঘটনা ঘটলেও আত্রাই থানা পুলিশ গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে জানতে পেরে ঘটনাস’লে যায়। ঘটনার তদন-কালে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইসলামগাতী গ্রামের সাজিবর রহমানের ছেলে আব্দুল বারীক ওরফে বাঘা (৩৫) কে গ্রেফতার করেছে।
গৃহকর্ত্রী শাকিলা জানায়, রাত ২টার দিকে ৬/৭ জনের সন্ত্রাসী একটি দল ঘরের জানালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করলে তাদেরকে চিনতে পারি। আমার স্বামী সাজেদুর রহমান বাবুকে জবাই করার চেষ্টা করে। চিৎকার দিয়ে আমি ও আমার শ্বাশুড়ী বাধা দিলে ধারালো ছুরির আঘাতে আমার আঙ্গুল কেটে যায়। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে পরে তারা আমাকে, আমার স্বামী ও শ্বাশুড়ীকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রতিবেশীরা তাদের ৩ জনকে গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় প্রথমে আত্রাই স্বাস’্য কমপ্লেক্স্রে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় আতংক সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানায় মামলা দায়েরের প্রস-তি চলছে।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …