21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সড়ক দূর্ঘটনা / নওগাঁর রানীনগরে সার বোঝাই ট্রাক পুকুরে ৩ লক্ষাধিক টাকার সার ও মাছের ক্ষতি

নওগাঁর রানীনগরে সার বোঝাই ট্রাক পুকুরে ৩ লক্ষাধিক টাকার সার ও মাছের ক্ষতি

এন বি এন ডেক্সঃ নওগাঁর রানীনগরে রাসায়নিক সার বোঝাই ট্রাক পুকুরে উল্টে পড়ে ৩ লক্ষাধিক টাকার সার ও মাছের ক্ষতি হয়েছে। রাসায়নিক সারের ঝাঁঝালো গন্ধে পরিবেশ দুষিত হয়ে পড়েছে। ফলে ৫/৬ দিন ধরে গ্রামবাসীর চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ বিকাল সাড়ে ৩ টায় সান্তাহার কেডিসি গোডাউন থেকে একটি ট্রাক (বগুড়া-ট-০২-০৪১২) ৩১৫ বস্তা ইউরিয়া সার নিয়ে আত্রাই যাবার পথে রাতোয়াল গ্রামের ইমান আলীর মোনাগাড়ী নামক স্থানে পুকুরে উল্টে যায়। এ সময় লোকজন ৯০ বস্তা সার উদ্ধার করে। বাকি ২২৫ বস্তা সার পুকুরের পানিতে গলে যায়। যার মূল্য ২ লক্ষ্যাধিক টাকা। সারের বিক্রিয়ায় ৭০/৮০ হাজার টাকার বিভিন্ন জাতের মাছ মারা গেছে। ভূমিহীন মৎস্য চাষী ইমান আলী জানান, রানীনগর উপজেলার রাতোয়াল মৌজার (সরকারি খাস) মোনাগাড়ী নামক পুকুর এবং পুকুর সংলগ্ন আফছার চৌধুরীর ১৩ শতক লিজকৃত পুকুরে সার বোঝায় ট্রাক উল্টে পড়ে দু’শতাধিক বস্তা সার গলে যাওয়ায় তার বিভিন্ন জাতের ৮০/৯০ হাজার টাকার মাছ মারা গেছে। রাসায়নিক সারের বিষক্রিয়ায় ২/৩ বছর ওই পুকুরে কোন মাছ চাষ হয় না। অপরদিকে সারের ঝাঁঝালো গন্ধে গ্রামের পরিবেশ দূষিত হয়ে পড়েছে। নিঃশ্বাস নিতে মানুষের খুবই কষ্ট হচ্ছে। ওই পুকুরে আশপাশ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ৫/৬ দিন ধরে রাসায়নিক সারের গন্ধে জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে ওসি শাহরিয়ার খাঁন জানান, অভিযোগের প্রেক্ষিত ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …