21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / খেলাধূলা / নওগাঁয় ব্র্যাকের উদ্যোগে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁয় ব্র্যাকের উদ্যোগে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এনবিএন ডেক্সঃ গত শনিবার সকালে নওগাঁর সদর উপজেলার চকএনায়েত উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক শিক্ষা কর্মসূচীর (পেইস) উদ্যোগে আন-ঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সদর উপজেলার ৮টি স্কুল অংশ নেয়। বিতর্কের বিষয় বস’ ছিল ‘ছাত্রছাত্রীদের উন্নতির জন্য শুধুমাত্র ক্লাশের বই পড়াই যথেষ্ট নয়’। তিন পর্বের প্রতিযোগিতা শেষে চুড়ান- প্রতিযোগিতায় পাহাড়পুর জি এম উচ্চ বিদ্যালয় জয়ী হয়েছে। বিজয়ী দলের দলনেতা স্বর্ণা শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করে। প্রতিযোগিতার মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন নওগাঁ সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিনালকান-ী সরকার, সদরের এইউএসইও শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন, এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন। বিচারকের ভূমিকা পালন করেন, এ্যাড. মোঃ জাহাঙ্গীর ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুস ছাত্তার মন্ডল, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শাহজাহান আলী, সাংবাদিক মাহফুজ ফারুক এবং আবৃত্তি শিল্পী কামরুল হক হিরন। ব্র্যাকের জেলা ব্যবস’াপক ব্র্যাক পেইস মোঃ শাহিনুর রহমান, সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার হাজেরা খাতুন প্রমুখ এতে উপসি’ত ছিলেন।

আরও পড়ুন...

খেলাধুলার চর্চা বাড়ানোর আহবান খাদ্যমন্ত্রীর

এনবিএন ডেক্সঃ মাদকমুক্ত যুবসমাজ গঠনে খেলাধুলার চর্চা বাড়ানোর আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।  শুক্রবার বিকালে …