22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / আজ ছারছিনা শরীফের বার্ষিক মাহফিলের আখেরী মোনাজাত দ্বিতীয় দিনে স্মরন কালের সবচেয়ে বেশি লোক সমাগম

আজ ছারছিনা শরীফের বার্ষিক মাহফিলের আখেরী মোনাজাত দ্বিতীয় দিনে স্মরন কালের সবচেয়ে বেশি লোক সমাগম

আজ ছারছিনা শরীফের বার্ষিক মাহফিলের আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। বাদ জোহর ওই মোাজাত পরিচালনা করবেন ছারছিনা শরীফের পীর শাঞ মোঃ মোহেবুল্লাহ। এবছর ওই মাহফিলে স্মরন কালের সবচেয়ে বেশি লোক সমাগম হয়েছে। প্রতিমুহুর্তে বিভিন্‌ এলাকা থেকে লোকেেস জড়ো হচ্ছে দরবারে। নারায়ে তাকবীর-আল্লাহু আকবর ধ্বনীতে কেবল ছারছিনা শরীফই নয় গোটা নেছারাবাদ (স্বরূপকাঠি) মুথরিত। গতকাল রোববার ছারছিনা মরীফের বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে যেন মানুষের ঢল নেমেছে। ছারছিনা শরীফের বিশাল মাঠ উপচে দুই দিকে ২ কিলোমিটার করে এলাকা মানুষে মানুষে ভরে গেছে। কোথাও তিল ধরনের ঠাঁই নেই। মাগুরা ব্রিজ থেকে উপজেলা পর্যন- তিন কিলোটিার দীর্ঘ একটি হাইওয়ে আর একটি ১২ ফুট প্রশস- সড়ক ওয়ান ওয়ে সড়কে পরিনত হয়েছে। ঠাঁসা মানুষের ঢল অতিক্রম করে এক প্রান থেকে অন্য প্রানে- যেতে ঘন্টা কাল ব্যয করতে হয়। প্রায় শত বছর পূর্বেৃ প্রতিষ্ঠিত ওই দরবারের (প্রতিবছর দ ুটি) দুই শত মাহফিলের মধ্যে আর কোন মাহফিলে এত লোকের সমাগম হয়নি। জগৎপট্টি গ্রামের বয়োবৃদ্ধ আব্দুল কাদের, সোহাগদলের জয়নাল আবেদীন বলেন এত মানুষের উপসি’তি কোন দিন হয়নি। এ অবস’া অব্যহত থাকলে আগামী ফালগুন মাসে যায়গা দেযা যাবেনা। কমিল্লা সদর উপজেলার ৯০ বছর বয়সের সুলতান আহম্মেদ বলেন বহু বছর ধরে এ মাহফিলে আসেন কখনো মঞ্চ থেকে এত দুরে বসতে হয়নি। এত লোকের ভীর ঠেলে হুজুরের সাথে দেখা করতে পারবেন না বলে আশংকা প্রকাশ করেছেন। এখানে বসে মাইকের মাধ্যমে বয়ান শুনেই যেতে হবে। গতকাল ফজর নামাজ বাদ জিকেরের পর তালিম দেন পীর সাহেবের বড় চেলে আবু নসর নেছার উদ্দি আহমেদ হোসা্‌ন। এরপর থেকে দিনভর ওয়াজ নসিহত করেন মাওলানা রুহুল আমিন ছালেহী, মাওলানা সিরাজুম মুনির তাওহিদ, মাওলানামুফতি হায়দার হোসাইন, মাওলানা ওসমান গনি ছালেহি, মাওলানাকাজী মফিজ উদ্দিন জেহাদী, মাওলানা আ জ ম অহিদুল আলম প্রমুখ। মারিব বাদ তালিম দেন পীর সাহেব।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …