15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / পীরগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ ব্যবসার অভিযোগ!

পীরগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ ব্যবসার অভিযোগ!

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য ডাক্তার আব্দুল্লা আল মামুন অফিস চলাকালীন সময়ে অফিস কক্ষে বসে ফ্রি স্যাম্পলের ঔষধ বিক্রি করার তথ্য ফাঁস হওয়ায় সচেতন মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
অভিযোগে জানা গেছে, গত বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে উপজেলা সদরের আবুল হোসেন (৪৮) চিকিৎসা নেবার জন্য পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ২নং কক্ষে দায়িত্বরত ডাঃ আব্দুল্লা আল মামুন ফ্রি স্যাম্পলের ঊংড়হরী ৪০ নামের ইনজেকশন ২ শত টাকার বিনিময়ে রোগীকে পুশ করে দেন। রোগী আবুল হোসেন ইনজেকশনটির নাম ব্যবসা পত্রে লিখে চাইলে আপত্তি থাকা সত্ত্বেও পরে লিখে দেন সংশ্লিষ্ট ডাক্তার। কিন’ ব্যবসা পত্রে স্বাক্ষর করেন না। আবুল হোসেন ইনজেকশনটির বাজার মূল্য যাচাই করে জানতে পারে মূল্য মাত্র ৭০ টাকা। তিনি ফিরে গিয়ে ডাক্তার কে অতিরিক্ত মূল্য নেয়ার ব্যাপারে জানতে চাইলে ডাক্তার আব্দুল্লা আল মামুন চটে গেলে উপসি’ত রোগীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ডাক্তার টাকা ফেরত দিয়ে জনতার রোষানল থেকে রেহাই পান। এ বিষয়ে ডাক্তার আব্দুল্লা আল মামুনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোগীর সাথে আলোচনা সাপেক্ষে টাকা নেয়া অন্যায় নয়। এদিকে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামছুল হকের সাথে যোগাযোগ করলে তিনি অফিসাল কাজে রংপুর আছে মর্মে বলেন, সারানদেশের চিত্রই এই। আর এটি বিশেষ বড় কোন বিষয় নয়। তিনি আরো বলেন আগামী শনিবার অফিস সময়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন...

মোহাম্মদ আবদুল করিম পলাশ এর জানাজা ও দাফন সম্পন্ন

আরটিভি’র সংবাদ প্রযোজক মুহম্মদ আবদুল কাইয়ূম পাভেল এর বড় ভাই মোহাম্মদ আবদুল করিম পলাশ আর …