21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / নওগাঁয় সিভিল সোসাইটি ফোরামের আনতর্জাতিক নারী দিবস উদযাপন

নওগাঁয় সিভিল সোসাইটি ফোরামের আনতর্জাতিক নারী দিবস উদযাপন

এনবিএন ডেক্স: গতকাল বৃহস্পতিবার বেসরকারি উন্নয়ন সংস্থা বিএসডিও’র সহোযোগিতায় শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নওগাঁয় সিভিল সোসাইটি আনতর্জাতিক নারী দিবস পালন করেছে। দিবস উপলক্ষ্যে সকাল ১১টায় সিভিল সোসাইটি, নওগাঁর মুক্তির মোড়স’ কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের করে শহর দক্ষিণ করে। পরে বেলা ১২টায় স’ানীয় প্যারীমোহন গ্রন্থাগারের মিলনায়তনে দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচানা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহব্বায়ক এ্যাড: শহিদ হাসান সিদ্দিকী স্বপনের সভাপতিত্বে ও জুলহাস-উর রহমান অপুর সঞ্চলনে অণুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব এ্যাড: জাকারিয়া হোসেন, উপদেষ্টা অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, নওগাঁ করনেশন হল সোসাইটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম ইদুল, অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আখতার ফরিদা খানম, অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ। এদিকে নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করা হযেুছ্ে‌ #

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …