26 Boishakh 1432 বঙ্গাব্দ শুক্রবার ৯ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর পোরশায় ১৯০ টি আমগাছ কেটে বিনষ্ট

নওগাঁর পোরশায় ১৯০ টি আমগাছ কেটে বিনষ্ট

এনবিএন ডেক্স: গত বৃহস্পতিবার ভোরে নওগাঁর পোরশায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা একটি আমবাগানের ১৯০ টি আমগাছ কেটে বিনষ্ট করেছে। উপজেলার পোরশা গ্রামের মৃত হাজী ফজলুল হকের ছেলে মোজাম্মেল ওরফে মোজাম শাহ্‌ চৌধুরী জানান, তার তেতুলিয়া মৌজায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তার স্ত্রী সূত্রে পাওয়া সোয়া চার বিঘা জমিতে সাত বছর আগে লাগানো আমগাছ গত দু’বছর ধরে প্রতিপক্ষরা কেটে বিনষ্ট করছে। তার বাগানের ৯০০ আম্রপালী জাতের আমগাছের মধ্যে গতবছর ৮৪ টি এবং আগের বছর ১৮৩ টি কেটে বিনষ্ট করে। এবার গাছগুলোতে মুকুল এসেছিল। এব্যাপারে তিনি নওগাঁ কোর্টে মামলা দায়ের করবেন বলে জানান। তিনি অভিযোগ করেন যে, এব্যাপারে ইতিপূর্বে পোরশা থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা না নেয়ায় তিনি কোর্টে মামলা করেন। এব্যাপারে পোরশা থানার ওসি এবিএম রেজাউল ইসলাম জানান, থানায় অভিযোগ দেয়া হলে ব্যবস’া নেয়া হবে। #

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …