27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / কালীগঞ্জে বিদ্যুৎ অফিসের দুর্নীতির বিরুদ্ধে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল ।

কালীগঞ্জে বিদ্যুৎ অফিসের দুর্নীতির বিরুদ্ধে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল ।

মঞ্জুরুল ইসলাম-মঞ্জু, লালমনিরহাট থেকেঃ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে সেচ পাম্প মালিক সমিতির ডাকে স’ানীয় হাজার হাজার কৃষক ও বিদ্যূৎ সুবিধাভোগিরা গতকাল বিক্ষোভ মিছিল ও অবোরোধ করেন। এসময় কালীগঞ্জ উপজেলা সদরের তুষভান্ডার ক্যাপ্টেন মোড়ে লালমনি-বুড়িমারী মহাসড়ক প্রায় ৩ ঘন্টা অবরোধ করায় উভয় পার্শ্বে শতাধিক যানবাহন আটকা পড়ে। কালীগঞ্জ বিদ্যুৎ অফিসের দুর্নীতি, গ্রাহক হয়রানি,অতিরিক্ত বিল আদায়, অতিরিক্ত লোড প্রদান ও ইরি মৌসূমে সঠিক ভাবে বিদ্যুৎ সরবরাহ না করার বিরুদ্ধে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিদ্যুৎ ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় এর উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ সহ বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন,সেচ পাম্প মালিক সমিতির সভাপতি ওয়াহেদ আলী, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী আশরাফি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নজরুল ইসলাম, শাহজাহান আলী, আক্কেল আলী মাষ্টার,আব্দুর রাজ্জাক রাজু, আশিষ কুমার গোস্মামী প্রমুখ। বিদ্যুৎ বিভাগের সীমাহীন দুর্নীতি ও সরকারের বিদ্যুৎ সরবরাহের ব্যর্থতার চিত্র তুলে ধরে বক্তারা বলেন, বর্তমান সরকার দফায় দফায় বিদ্যুতের দাম বাড়াচ্ছে,কিন’ বিদ্যুতের যোগান দিতে পারছে না। অসহনীয় লোডশেডিংয়ে ২৪ ঘন্টার মধ্যে প্রায় ২০ ঘন্টাই থাকছে না বিদ্যুৎ । যদিও ২/৪ ঘন্টা বিদ্যুৎ থাকছে, লো-ভোল্টেজের কারণে অধিকাংশ সেচ পাম্প বিকল হয়ে যাচ্ছে। আর বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং চলতি মৌসূমে ইরি-বোরো চাষাবাদ হুমকির মুখে পড়েছে। সেচ দিতে না পারায় অনেক এলাকায় জমি ফেটে চৌচির হয়ে পড়ছে। পানির অভাবে কৃষক দিশেহারা হয়ে সেচ পাম্পের পরিবর্তে ডিজেল চালিত শ্যালো মেশিনের ওপর নির্ভরশীল হয়ে পড়লেও তেলের দাম দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় কৃষকদের নাভিশ্বাস ওঠেছে। একদিকে ধান,পাটসহ কৃষি উৎপাদিত পণ্যের ন্যায্য মুল্য পাচ্ছে না। অপরদিকে সার,ডিজেল,বিদ্যুৎ ও কীটনাশকের মূল্য বৃদ্ধিতে কৃষক দিশেহারা হয়ে পড়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল ইসলাম স্মারকলিপি গ্রহণসহ কৃষকদের আশ্বস- করেন।
এবিষয়ে কালীগঞ্জ বিদ্যূৎ সরবরাহ অফিসের উপ-সহকারী প্রকৌশলী নূরুল ইসলামের সাথে ফোনে কথা বললে তিনি বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় সমস্যা হচ্ছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …