পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে দেনার দায়ে প্রানিত্মক চাষী আঃ বারী মিয়া (৫২) তার পরিবারের সদস্যদের নিয়ে রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়েছে। সে উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের আমবাড়ী সোলাগাড়ী গ্রামের বাসিন্দা ।
প্রাপ্ত সুত্রে জানা গেছে, উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের আঃ বারী প্রতিবেশী মোজাহেদুল ইসলামের সহ কয়েকজনের জমি বর্গা নিয়ে চাষ করতো। ওইসব জমিতে উৎপাদিত ফসলের বাজার মুল্য কম হওয়ায় তিনি জমির মালিকদেরকে আবাদী ফসল দিতে পারেননি। পাশাপাশি তার সংসারের খাবার খরচ চালাতে স’ানীয়দের কাছ থেকে টাকা কর্জ নিয়ে পরিশোধ করতে হিমশিম খাচ্ছিল। ঋনের পরিমান বাড়তে থাকায় রোববার দিবাগত রাতে কাউকে না জানিয়ে তিনি স্ত্রী, ২ ছেলে এবং ১ কন্যাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যান। এ ব্যাপারে গ্রামবাসী কোহিনুর বেগম, আজগর, ছালাম মিয়া জানায়, আমাদের জমিজমা থেকেও বর্তমানে জীবন চালাতে গিয়ে হাফিয়ে উঠেছি। আর বারীর কোন জমি নেই। অন্যের জমি চাষ করে জীবন চলতো। সে দেনার দায়ে বাধ্য হয়েই গ্রাম ছেড়েছে। অপরদিকে জমি বর্গাদাতা মোজাহেদুল ইসলাম জানান, ভুমিহীন বারী আমার জমি চাষ করতো। কিন’ উৎপাদনের খরচ তুলতে না পারায় হতাশ হয়ে তিনি জন্মভুমি গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছেন। তার কাছে অনেকেই টাকা পায় বলে সে আমাকে জানিয়েছে
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …