15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / জিয়ানগরে গরু চুরির হিড়িক

জিয়ানগরে গরু চুরির হিড়িক

পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরে গরু চুরির হিড়িক পড়েছে। ফলে হালের গরু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেক কৃষক। গত ২ মাসে এ উপজেলা থেকে প্রায় ২০ টি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া ফেরীঘাট সংলগ্ন কবিরাজ বাড়ির জামাল কবিরাজের ৩ টি গরু চুরি হয়। গত মাসের ২০ তারিখ রাতে বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া গ্রামের দরিদ্র বর্গাচাষী আলম খানের ২ টি গরুর ১টি গরু চুরি হয়। তার হালের এই বলদ দুটিই ছিল একমাত্র সম্বল। এই বদল দুটি দিয়ে অন্যের জমি চাষাবাদ করে কোন মতে ১০ সদস্যের সংসার চালাতেন আলম। প্রায় ৩০ হাজার টাকা মূল্যের হালের বদলটি হারিয়ে মানষিক ভাবে ভেঙ্গে পড়েছেন এই বর্গা চাষী। একইভাবে গত ২ সপ্তাহে ওই গ্রামের নাসির খা, মন্নান খা, মাওলানা আনোয়ার হোসেন ও সাউথখালী গ্রামের শহিদুল ইসলামের গরু চুরি হয়। এ ব্যপারে বালিপাড়ার স’ানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন জানান, গত ৩ সপ্তাহে আমার ওয়ার্ড থেকে কয়েকটি গরু চুরি হয়েছে। গরুর মালিকরা ইন্দুরকানী থানায় জিডি করা হয়েছে। স’ানীয়রা অভিযোগ করেছেন জুয়াড়ীরা গরু চুরি সংঘটিত করছে।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …