26 Boishakh 1432 বঙ্গাব্দ শুক্রবার ৯ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর মান্দায় ক্লিনিকের নার্সকে লাঞ্ছিতের ঘটনায়: গ্রেফতার ১

নওগাঁর মান্দায় ক্লিনিকের নার্সকে লাঞ্ছিতের ঘটনায়: গ্রেফতার ১

এনবিএন ডেক্স: নওগাঁর মান্দায় নার্গিস আক্তার (২৪) নামে ক্লিনিকের একজন নার্সকে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। গতকাল শনিবার উপজেলা সদরের মান্দা ইসলামীয়া ক্লিনিকে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রশিদুল ইসলাম (৩০) ওই ক্লিনিকের অটিবয় বলে জানা গেছে। নার্গিস আক্তার জানান, শনিবার দুপুরে চিকিৎসাধীন এক রোগীকে ওষুধ দেয়াকে কেন্দ্র করে অটিবয় রশিদুল ইসলামের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ক্লিনিকের আয়া ময়না ও শ্যামার সহায়তায় তাকে মারপিটসহ লাঞ্ছিত করে। এসময় তারা নার্গিসের গলায় থাকা একটি সোনার চেইন ছিনিয়ে নেয় বলে এজাহারে উল্লেখ করা হয়। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে এসআই সহীদ ঘটনাস’ল পৌছে রশিদুলকে গ্রেফতার করে থানা হেফাজতে নেন। গ্রেফতারকৃত রশিদুল উপজেলার এলেঙ্গা গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। সে ২০০৫ সাল থেকে মান্দা ইসলামীয়া ক্লিনিকে অটিবয়’র চাকুরি করে আসছে। থানার ডিউটি অফিসার এএসআই আজগর আলী জানান, ঘটনায় নার্গিস আক্তার বাদি হয়ে রশিদুল, ময়না ও শ্যামার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন। জানা গেছে, নার্স নার্গিস আক্তার রাজশাহীর তানোর উপজেলা কামারগাঁ ইউনিয়নের পরিসো দুর্গাপুর গ্রামের নাজিম উদ্দিন শেখের মেয়ে। নার্গিস প্রায় সাড়ে তিন মাস আগে ওই ক্লিনিকে নার্সপদে চাকরি নেন। ক্লিনিকের মালিক মনসুর রহমান এ ঘটনাকে অনাকাঙ্খিত বলে দাবি করেন।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …