পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও খুনিদের দৃষ্টান-মলক শাসি-র দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে স’ানীয় সাংবাদিকরা গণ অনশন কর্মসুচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার পীরগঞ্জ প্রেসক্লাব এর আয়োজনে এ কর্মসুচিতে রংপুর বিভাগের প্রবীন সাংবাদিক ও এটিএনবাংলার প্রতিনিধি মাহবুবুল ইসলাম,বাংলাভিশন প্রতিনিধি জয়নাল আবেদীন,আমন্ত্রিত অতিথি ছিলেন। প্রেসক্লাব সম্পাদক সরওয়ার জাহানের সভাপতিত্বে এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাসদ পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মীর মোহাম্মদ আলী মানিক, সম্পাদক শাহ আবেদ আলী, বাংলাদেশ শিক্ষক সমিতি পীরগঞ্জ শাখার সভাপতি ও চতরা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রাজু, সাংগাঠনিক সম্পাদক আবু আজাদ বাবলু, পীরগঞ্জ কলেজশিক্ষক সমিতির সভাপতি উপধ্যাক্ষ শহিদুল ইসলাম পাশা, পীরগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসম রফিকুল ইসলাম, দলিল লেখক সমিতির সাবেক সম্পাদক রমজান আলী তালুকদার, বিএনপি সহ সাংগাঠনিক সম্পাদক সাইফুল আজাদ, সাপ্তাহিক সমকালীন বার্তার সম্পাদক গোলাম কবির বিলু, সাংবাদিক সেবু মোস-াফিজ, কামরুল হাসান জুয়েল, শাহ মোঃ সাদা মিয়া, নুরুন্নবী আকন্দ, খন্দকার আল এমরান, বখতিয়ার রহমান প্রমুখ। এ ছাড়াও স’ানীয় বিভিন্ন রাজনৈতিকদল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সুশিল সমাজের নেতৃস’ানীয় ব্যক্তি বর্গ এ কর্মসুচির সাথে সংহতি ও একাত্বতা প্রকাশ করে সাংবাদিক দম্পতি হত্যার বিচার দাবী করেছেন।
Home / সারাদেশ / সাংবাদিক সাগর-রুনি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে পীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের অনশন পালন
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …