এনবিএন ডেক্স: নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা ও বামন পাড়া সীমান্ত এলাকায় চোরাচালানী তৎপরতা আবারো বৃদ্ধি পেয়েছে । রাতের অন্ধকারে চোরাপথে ভারত থেকে নিয়ে আসা গরু মহিষের পায়ের তলে পদদলিত হয়ে মাঠের ফসল নষ্টের ঘটনায় জনরোষে চোরাচালানীদের অবশেষে ফসলের ক্ষতি পুরন গুনতে হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে,,জেলার সাপাহার উপজেলার আদাতলা ও বামন পাড়া সীমান্ত ফাঁড়ীর মাঝামাঝি স্থান সরলী গ্রামের মাঠ এলাকা দিয়ে স্থানীয় একটি সংঘবদ্ধ চোরাকারবারীর দল গত ২৭ ফেব্রুয়ারী রাতে বিপুল পরিমানের গরু মহিষ অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসে । এ সময় ওই সীমান্ত সংলগ্ন বিস্তীর্ন মাঠের গম ও ধানের ফসল ব্যাপক ভাবে ক্ষতি গ্রস’ হয়। পরদিন সকালে ফসল মালিকগনের মাঝে এ ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় ম্যানেজ টিমের লোকজন ও দুজন ইউপি সদস্যের হস-ক্ষেপে সংশ্লিষ্ট চোরাকারবারীগন ক্ষতিগ্রস’ কৃষকদের ফসলের ক্ষতিপুরন দিয়ে কোন মতে নিস্তার পায়।
এ ঘটনায় আদাতলা সীমান্তের বিজিবির মাঠ পর্যায় দায়ীত্বে নিয়োজিত গোয়েন্দা (এফএস) এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে সংবাদ পেয়ে বিজিবি,র টহল দল পরদিন সকালে পাশের গ্রাম শিমুল ডাঙ্গা থেকে ২ জোড়া গরু আটক করতে সক্ষম হয়। অবশিষ্ট গরু মহিষ রাতেই চোরাকারবারীরা গোপন স’ানে সরিয়ে ফেলেছে।
এদিকে, অবৈধ পথে আমদানীকৃত বিপুল সংক্ষক গরু মহিষ গুলির করিডোর না করিয়ে স’ানীয় একটি মহলের তত্বাবধানে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে তারা প্রকাশ্য ভুটভুটিতে করে দেশের বিভিন্ন হাট বাজারে নিয়ে যাচ্ছে। সংবাদ পেয়ে ওই সীমান্ত এলাকায় গত বুধবার সকাল ১০ টায় সরজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার খঞ্জনপুর বিজিবির একটি টহল দল ভাতকাড়া চৌরাস-া মোড়ে চোরাপথে আমদানীকৃত গরু ও মহিষ বোঝায় দুটি ভুটভুটি আটকে রাখতে ও সেখানে স’ানীয় চোরাচালানীদের নিযুক্ত দালালদের ম্যানেজ তৎপরতা লক্ষ্য করা গেছে।
অপর দিকে, চোরাচালানীরা জবাই গ্রামে অবসি’ত ফোন টাওয়ারের পার্শ্বে ওই সময় ১০/ ১৫ জোড়া মহিষের বাচ্চা জমা করে রাখে। এ বিষয়ে খঞ্জনপুর ক্যাম্প কমান্ডারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে সাংবাদিকদের জানালেও পরে কোন পদক্ষেপ গ্রহন করেনি। রহস্য জনক কারনে অবৈধ পথে আমদানীকৃত গরু মহিষ সে দিন বিনা বাঁধায় তারা নিজ গন-বে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সাপাহার উপজেলার সীমান্ত এলাকায় হঠাৎ চোরাকারবারীদের তৎপরতা বৃদ্ধির ঘটনায় সংশ্লিষ্ট কর্র্র্তৃপক্ষের ভুমিকা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।#
আরও পড়ুন...
মোহাম্মদ আবদুল করিম পলাশ এর জানাজা ও দাফন সম্পন্ন
আরটিভি’র সংবাদ প্রযোজক মুহম্মদ আবদুল কাইয়ূম পাভেল এর বড় ভাই মোহাম্মদ আবদুল করিম পলাশ আর …