এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাটে আদিবাসী পলস্নীতে ২ গ্রম্নপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা গেছে, গত ২৯ ফেব্রম্নয়ারী রাত ১০ টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও মারধর করে ১ জন আহত হয়ে ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন আছে। প্রত্যড়্গদর্শীরা জানান, ঘটনার দিন রাতে গ্রামের জনৈক ব্যক্তিকে নেশা করতে বারন করায় আদিবাসী পলস্নী ধামইরহাট পৌর ৩নং ওয়ার্ডের গীর্জার মাস্টার জেমস বাস্কে কে স’ানীয় তার প্রতিপড়্গ লোকজন এলোপাতাড়ীভাবে মারপিট করে জেমসকে আহতকরে এবং পরবর্তীতে ১ মার্চ রাত ৮ টার দিকে প্রতিপড়্গ আলবিরিকুশ মার্ডীর লোকজন জেমসের বাড়ীতে ইট-পাটকেল নিড়্গেপ করেছে বলে জেমস অভিযোগ করেন। এই ঘটনায় জেমস চিকিৎসাধীন থাকাকালে গত ২ মার্চ বেলা সাড়ে ১১ টায় দিকে জেমস সমর্থক পেরাতুস মার্ডীর বাড়ীঘর প্রতিপড়্গের ইন্ধনে তার ছোট ভাইকে দিয়ে ঘরবাড়ী ভাংচুর করে প্রায় ২০ হাজার ড়্গতি করেছে বলে পেরাতুস জানায়। এ ব্যাপারে প্রতিপড়্গের লোক ঘটনার সমন্ধে মুখ খুলতে নারাজ এবং বর্তমানে ওই আদিবাসী পলস্নীতে থমথমে পরিসি’তি বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যনত্ম মামলা দায়ের এর প্রস’তি চলছিল। এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র রেজুয়ান হোসেন এমন পরিসি’তিতে এলাকার শানিত্মর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর হসত্মড়্গেপ কামনা করেন।
আরও পড়ুন...
নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫
এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …