সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে একটি হত্যা মামলার আসামীকে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। গত কাল বৃহষ্পতিবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুস সালেক এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত ফজলুর রহমান আকন্দ (৩৮) সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডীদাস গাঁতী গ্রামের আব্দুল মান্নান আকন্দের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরনসূত্রে জানা গেছে, জমি জমা সংক্রান- ঘটনার বিরোধের জের ধরে সদর উপজেলার চন্ডীদাস গাঁতী গ্রামের আব্দুল মান্নান আকন্দ ও প্রতিবেশী বাহেস আলীর পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০০৩ সালে ১৯ ডিসেম্বর রাতে আসামীরা বাহেস আলীর পুত্র সরোয়াদ্দি (৩০) কে চন্ডীদাসগাঁতী বাজারে তার দোকান ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সকালে সে বাড়ী ফিরে না আসলে তার আত্নীয় স্বজনরা দোকানে এসে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে নিহতের বড় ভাই আব্দুর রহিম বাদী হয়ে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। আদালতে স্বাক্ষ্য প্রমান শেষে আসামী ফজলুর রহমান আকন্দকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ এবং বাকী ৩ আসামীকে বেকসুর খালাস প্রদান করেন।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …