3 Boishakh 1432 বঙ্গাব্দ বুধবার ১৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / মঠবাড়িয়ায় ডাকাতি মামলার স্বাক্ষীকে মারধর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর

মঠবাড়িয়ায় ডাকাতি মামলার স্বাক্ষীকে মারধর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কাটাখালী বাজারে গতকাল বুধবার রাতে একটি ডাকাতি মামলায় স্বাক্ষী দেওয়ার জের ধরে চার্জসিট ভুক্ত আসামী লাভলু তালুকদারের নেতৃত্বে ২০-২৫ জনের ভাড়াটে সন্ত্রাসী স্বাক্ষী ও ওই বাজারের ব্যবসায়ী জুয়েলকে বেধরক মারধর করে। এ সময় তারা ওই ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেয়।
আহত ব্যবসায়ী জুয়েল জানান ২০০৯ সালে ঘোপখালী গ্রামে তার শশুর হিরু তালুকদারের ঘরে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করলে ওই মামলায় সি.আই.ডি তদন- করে ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জসিট প্রদান করেন। তিনি আরও দোকান ঘর ভাংচুরে মঠবাড়িয়া থানার এস.আই মোঃ নজুরুল ইসলাম জানান, এ হামলার খবর পেয়ে আমি ঘটনাস’ল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস’ ব্যবসায়ী মামলা দায়ের করলে তদন- করে প্রয়োজনীয় ব্যবস’া গ্রহন করা হবে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …