বখতিয়ার রহমান,পীরগঞ্জ(রংপুর): রংপুরের পীরগঞ্জে ছোট-বড় শতাধিক ব্রীজ-কালভার্ট ঝুকিপুর্ণ হয়ে পড়েছে এবং কয়েকটি রাস্তাও নাজুক অবস্তায় পড়েছে । ফলে ওই সব রাস্তায় শুষ্ক মওসুমে সাপের মতো একে বেকে এবং বর্ষার সময় সড়কের গর্ত মেপে পথ চলতে হয় পথচারী-যানবাহন গুলোকে। ফলে চরম দূভোর্গের শিকার হয় এলাকাবাসি।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পীরগঞ্জের ১৫টি ইউনিয়নে ৩৯৩ টি ব্রীজ-কালভার্ট রয়েছে । এর মধ্যে ২৩৮ টি কালভার্ট এবং অবশিষ্ট গুলো ব্রীজ। অধিকাংশ ব্রীজ-কালভার্ট প্রাক স্বাধীনতা কালে নির্মিত। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এর মধ্যে চলাচলে অনুপযোগী ১৪৪টি ব্রীজ-কালভার্ট জরুরি ভিত্তিতে মেরামত ছাড়াও ৩০টি স’ানে নতুন করে ব্রীজ নির্মান প্রয়োজন। বড় ধরনের এই ব্রীজ গুলোর অভাবে বর্ষাকালে এক জনপদ থেকে আর এক জনপদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরম দূর্ভোগের শিকার হন ওই সব এলাকার জনগণ। অকেজো ব্রীজ-কালভার্ট গুলো মেরামত ও নতুন ব্রীজ গুলো নির্মাণে এলাকাবাসির প্রত্যাশা আজও পূরণ হয়নি । গুটি কয়েক ব্রীজ-কালভার্ট নির্মাণ শুরু হলেও তা অসম্পূর্ণ অবস’ায় পড়ে আছে দীর্ঘদিন ধরে।
সূত্র আরও জানায়, উপজেলার মোট ১০২টি সড়কের দৈর্ঘ্য ৪শ ৮৬ দশমিক ৪০ কি: মি:। এর মধ্যে পাকা মাত্র ১৩০ কি:মি: এবং অবশিষ্ট রাসতা গুলো কাঁচা। নতুন করে ২/১ টির পাকাকরণ কাজ করা হলেও নিম্নমানের কাজ করে ঠিকাদাররা হাতিয়ে নিয়েছে বিশাল অংকের অর্থ। উপজেলার পশ্চিমাঞ্চলের ১১ টি ইউনিয়নের সবগুলো অঞ্চল লাল ও এঁটেল মাটি অধ্যুষিত। ফলে সামান্য বৃষ্টিতেই কাদা- পানিতে একাকার হয়ে নাজুক পরিসি’তির সৃষ্টি হয়। তখন যানবাহন তো নয়ই জন মানুষের চলাচলও বিঘ্নিত হয় চরম ভাবে। পীরগঞ্জ উপজেলার সার্বিক যোগাযোগ ব্যবস্তায় এ করুণ হাল বিরাজ করায় বর্ষা এবং শুস্ক দুই মৌসুমেই প্রত্যন্ত এলাকার কৃষকরা পরিশ্রমে উৎপাদিত কৃষি পন্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। আর এ জন্যেই প্রত্যেকটি মৌসুমের শেষ ভাগে কাঁচা ধরনের কৃষি পন্য গো-খাদ্য হিসেবে ব্যবহৃত হয় । অপরদিকে উপজেলার পচারপাড়া – রসুলপুর, ভেন্ডাবাড়ী – খালাশপীর, শাহাজাদপুর – শোলাগাড়ী, কুমেদপুর-লালদিঘী সড়কের অবস’া খুবই নাজুক। ওই সড়ক গুলিতে জনগনকে বর্ষার সময় গর্ত মেপে আর শুকনো মওসুমে সাপের মতো একে বেকে পথ চলতে হয় ।
এ বিষয়ে পীরগঞ্জের বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে ভুক্ত ভোগীদের সাথে কথা হলে তারা জানান, পীরগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা হওয়ায় এলাকাবাসির প্রত্যাশা ছিল খুব দ্রুত এ সব সমস্যার সমাধান হবে। অথচ হয়নি । ঊন্নয়নের নামে নাম মাত্র যে কাজ হচেছ সেখানেও চলছে ব্যাপক অনিয়ম দুর্নিতী ॥ তার পরেও হাল ছাড়েনী পীরগঞ্জ বাসী । তাদের প্রত্যাশা পীরগঞ্জ বাসীর যোগাযোগ ব্যাবস্তার ঊন্নয়নে দু্রত বর্তমান প্রধান মন্ত্রীর সদয় দৃষ্টি পড়বে ।
আরও পড়ুন...
নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …