23 Magh 1431 বঙ্গাব্দ বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / পিরোজপুরে ৫ হাজার বস্তা চোরাই ইউরিয়া সার উদ্ধারঃ গ্রেফতার ৪

পিরোজপুরে ৫ হাজার বস্তা চোরাই ইউরিয়া সার উদ্ধারঃ গ্রেফতার ৪

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের সামনের একটি খাল থেকে পুলিশ মঙ্গলবার রাতে কার্গো বোঝাই ইউরিয়া সার সহ ৪জনকে আটক করেছে। কার্গোটিতে ৫ হাজার বস্তায় ২’শ ৫০টন ইউরিয়া সার রয়েছে। উদ্ধার হওয়া সারের বাজার মূল্য ৫০ লাখ টাকা। এ ব্যাপারে স্বরূপকাঠি উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা বিধান রায় বাদী হয়ে আটক কার্গোর চালক ও খালাসী সহ ৪জনে বিরুদ্ধে আজ বুধবার দুপুরে স্বরূপকাঠি থানায় চোরাচালান আইনে মামলা দায়ের করেছেন।মামলায় আসামীরা হলেন কার্গোর চালক মোস-ফা কামাল, খালাসী ওবায়েদুর রহমান, নাছির উদ্দিন ও রিয়াজ উদ্দিন।
স্বরূপকাঠি উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা বিধান রায় জানান, সারগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল এটা নিশ্চিত হওয়ার পরে কার্গো বোঝাই সার আটক করেছি এবং তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করেছি।
স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন জানান, কার্গোতে থাকা চালান ঘেটে দেখা গেছে ২৫ ফেব্রুয়ারি যশোরের নওয়াপাড়া ঘাট থেকে এ সারগুলো (২শ’৫০টন) কার্গো বোঝাই করা হয়, যাওয়ার কথা ছিল ভোলা। কিন’ তারা এ পথে ঢোকায় পাচারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন...

নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …