22 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় মহিলা পাঠাগার নির্মাণ উদ্বোধন

নওগাঁয় মহিলা পাঠাগার নির্মাণ উদ্বোধন

এনবিএন ডেক্সঃ গত বুধবার বিকেলে নওগাঁ শহরের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ আবাসন প্রকল্প সাহানাবাগ সিটি চত্বরে মহিলা পাঠাগার নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপসি’ত থেকে ভিত্তিফলক উন্মোচন করেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী। নওগাঁ সরকারী কেডি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা পরিষদের প্রশাসকের পত্নী মাহমুদা রাব্বী, সাহানাবাগ সিটির স্বত্তাধীকারী সাহানা আলম, বিকেএসপির সাবেক মহাপরিচালক লেঃ কর্নেল (অবঃ) আব্দুল লতিফ খান, বিশিষ্ট সমাজ সেবক কাজী আকতারুজ্জামান, নওশের আলী, সাংবাদিক কায়েশ উদ্দীন, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল আজিজ কবিরাজ, এ্যাডঃ আফজাল হোসেন, পাঠাগার নির্মাণের উদ্যোক্তা আলহাজ্ব জাহাঙ্গীর আলম প্রমুখ। আলহাজ্জ জাহাঙ্গীর আলম নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে ইতিপূর্বে পুরুষদের জন্য একটি পাঠাগার নির্মাণ করেন। বর্তমানে ত্রিতল ভবন বিশিষ্ট মহিলা ও পুরুষ পাঠাগার সহ মসজিদ নির্মাণের জন্য প্রায় ৩ কোটি টাকা ব্যয় হবে। #

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …