22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / অসহায় কে দেখার কেউ নেই আল-আমিনের লেখা পড়া আর হলোনা

অসহায় কে দেখার কেউ নেই আল-আমিনের লেখা পড়া আর হলোনা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে অসহায় আল-আমিনকে দেখার কেউ নেই, যার হাতে থাকার কথা বই খাতা অথচ তার পরির্বতে ভ্যানের হ্যান্ডেল। আল-আমিন (১০) দরিদ্র ঘরের সনত্মান, আল-আমিনের বাবা আঃ খালেক কাচাঁ মালের ব্যবসায় করে সংসার চালাতে পারে না। দুমুঠো ভাতের জন্য আল-আমিন লেখা পড়া ছেড়ে ভ্যান গাড়ি চালায়। আল-আমিন বলে মোর ইচ্ছা ছিল অভাবের জন্য লেখা পড়া করতে পারিনা, মোর আব্বায় সংসার চালাইতে পারেনা মোরে পড়াবে কেমনে। আল-আমিনেরা পরিবারে ৯ সদস্য ৪ ভাই ৩ বোন, কাউখালী নতুন কাটপট্টি ভাড়ার বাসায় থাকে।সমাজ থেকে আল-আমিনের মত অনেক শিশু জড়ে পরে যায়, অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিলে আল-আমিনরাও পারে এই দেশে মেধামনন দিয়ে দেশের কল্যান বয়ে আনতে পারে। কাউখালীতে দিন দিন শিশু শ্রমিক বৃদ্ধি পাচ্ছে, সবাই উদাস হীন।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …