26 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / স্বরূপকাঠিতে ভ্রাম্যমান আদালত দুই ইভটিজারের জেল ও ৫ জনের জরিমানা

স্বরূপকাঠিতে ভ্রাম্যমান আদালত দুই ইভটিজারের জেল ও ৫ জনের জরিমানা

পিরোজপুর প্রতিনিধি: স্বরূপকাঠিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুর রহমানের নেতৃত্বাধিন ভ্রাম্যমান আদালত ইভটিজিং’র অপরাধে দুইজনকে জেল দিয়েছে। মঙ্গলবার দুপুরে মাদারীপুরের বাসিন্দা সোহাগকে (২১) ১ বছর এবং তার সহযোগী সাহাবদ্দিনকে(২২) ৬ মাসের জেল দিয়েছে । ঘটনার বিবরনে জনাযায় মাদারীপুর জেলার সদর উপজেলার উত্তর দুধখালী বড়কান্দি গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে দাখিল পরীক্ষার্থী সোহাগ মোবাইল ফোনের মাধ্যমে নানা প্রলোবন দেখিয়ে ফাঁদ পাতে। সে তার প্রতিবেশী সিকম আলী তালুকদারের ছেলে সাহাবদ্দিনকে সাথে নিয়ে বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ শ্রেনীর এক ছাত্রীকে ফুসলিয়ে গাড়ীতে তোলার সময় ছারছিনা বাস ষ্ট্যান্ড থেকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদেরকে গ্রেফতার করে চলমান আদালতের সামনে হাজির করলে ওই সাজা দেযা হয়। মেয়েটিকে তার অভিভাবকদের কাছে দেয়া হয়েছে। এছাড়া ভ্রাম্যমান আদালত ভেজাল বিরোধী অভিযানে উপজেলার মিয়ারহাট ও ইন্দুরহাট বন্দরে হোটেল, মিষ্টির দোকানসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিশুদ্ধ খাদ্য আইনে ৪ হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …