8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / পিরোজপুরের কাউখালীতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কবর স্থান নির্মান

পিরোজপুরের কাউখালীতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কবর স্থান নির্মান

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাউখালী কবর স্থান নির্মানের কার্যক্রম শুরু হয়। জানাগেছে উপজেলা বাসীর দীর্ঘদিনের দাবী একটি কবর স্থান কিন’ সরকারি বা বেসরকারি কোন উদ্যোগ না থাকায় স্থানীয় জনগনের অর্থিক সাহায্য ও স্বেচ্ছাশ্রমের বিত্তিতে কাউখালী উপজেলার পশ্চিম দিকের জেগে ওঠা চরে কবর স্থান নির্মানের কার্যক্রম হাতে নিয়েছে কাউখালী কবরস’ান নির্মান কমিটি। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরম্নজ্জামান তালুকদার পল্টন জানান উপজেলা বাসীর দীর্ঘদিনের দাবী বাসত্মবায়নের জন্য আমরা এলাকাবাসী প্রায় ১ একর ভুমির উপর ৭দিনে স্বেচ্ছাশ্রমের এই কর্মসূচী হাতে নিয়েছি। কাউখালী সদর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন জানান এলাকার যুবক, বৃদ্ধ, কলেজ ছাত্র, মাদ্রাসা, স্কুলের ছাত্র স’ানীয় জনগন শতষ্ফুর্তভাবে একত্রিত হয়েছে তাদের দাবী পূরনে তাই আমরা এলাকাবাসীর পড়্গে সহযোগীতার হাত বাড়িয়েছি। এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ মোঃ কাইউম, কবরস্থান নির্মান কমিটির সদস্য সচিব কামরম্নজ্জামান মিঠু, আহ্বায়ক আঃ লতিফ খসরু, সাবেক ইউপি সদস্য রেজাউল কবির স্বপন, আসাদুজ্জামান মিল্টন সহ প্রায় ৫ শতাধিক জনগণ স্বেচ্ছায় কবরস্থানের কার্যক্রমে অংশ গ্রহণ করে।

আরও পড়ুন...

নওগাঁর মান্দায় মসজিদের জমি জবর দখলের অভিযোগ

এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় কাঞ্চন আলোক দিয়ার জামে মসজিদের জমি জবর দখল করে ঘর নির্মাণের …