22 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর পত্নীতলায় স্বামীর দেয়া আগুনে অবশেষে সালমা বেগমও মারা গেল

নওগাঁর পত্নীতলায় স্বামীর দেয়া আগুনে অবশেষে সালমা বেগমও মারা গেল

এনবিএন ডেক্সঃ নওগাঁয় পত্নীতলায় স্বামী ও শ্বাশুড়ীর দেয়া আগুনে ঝলসে যাওয়া গৃহবধূ ছালমা বেগম (২০) চার দিন মৃত্যু যন্ত্রণা ভোগ করে অবশেষে সোমবার দিবাগত রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এ নিয়ে যৌতুকের বলি হয়ে স্বামীর দেয়া আগুনে মাত্র তিন দিনের ব্যবধানে দুই গৃহবধূর মৃত্যু হলো। এর আগে প্রায় দেড় মাস আগে স্বামী ও শ্বাশুড়ীর দেয়া আগুনে ঝলসে অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে পিতার বাড়ীতে গত শুক্রবার দিবাগত রাতে মারা গেছে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের সপ্তমী রাণী (২৩)। আর ছালমা বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছিল তার স্বামী ও শ্বাশুড়ী গত বৃহস্পতিবার রাতে। পত্নীতলা থানার এসআই শাহীন জানান, উপজেলার ঘোষনগর গ্রামের ছালেম উদ্দিনের একমাত্র মেয়ে সালমা বেগমের সাথে গত ১১ মাস আগে চকশ্রীপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে সোহাগের (২৬) বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বাশুড়ী আনোয়ারা বেওয়া (৪৫) সালমামে তার পিতার বাড়ী থেকে যৌতুকের টাকা আনতে চাপ দেয়। গত বৃহস্পতিবার সালমা তার পিতার বাড়ী থেকে টাকা আনতে অস্বীকার করলে তার স্বামী ও শ্বাশুড়ী তাকে মারপিট করে তাড়িয়ে দেয়। সালমা তার পিতার বাড়ী গিয়েও টাকা আনতে ব্যর্থ হয়ে সন্ধ্যায় আবার স্বামীর বাড়ী ফেরৎ আসে। খালি হাতে ফেরৎ আসায় তার স্বামী ও শ্বাশুড়ী এবার তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। সালমা তার শরীরের জলন- আগুন নিয়ে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে ঝাপিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়। সেখানে তার অবস’ার অবনতি হলে প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে স’ানান-র করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস’ায় তার মৃত্যু হয়। ঘটনার পরদিন শুক্রবার সালমার মা রেখা বেগম বাদী হয়ে পত্নীতলা থানায় এব্যাপারে একটি মামলা দায়ের করলে পুলিশ সেদিনই তার স্বামী ও শ্বাশুড়ীকে আটক করে। মামলা তদন-কারী কর্মকর্তা এসআই শাহীন জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন- লাশ পত্নীতলা এসে পৌঁছায়নি। #

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …